পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী আমেজ এখন ঘরে ঘরে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ হয়ে গেছে। রাজধানীসহ সারা দেশের অধিকাংশ প্রার্থী জুমার নামাজের সময়ে বিভিন্ন মসজিদে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করে দোয়া চেয়েছেন। অনেক মসজিদের ইমাম ছাহেবগণও আগামীকালের জাতীয় নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্য আল্লাহপাকের কাছে দোয়া করেন।
রাজধানীর শান্তিনগর ইর্স্টান প্লাস মার্কেট মসজিদে ঢাকা-৮ আসনের নৌকা মার্কার প্রার্থী রাশেদ খান মেনন-এর লোকজন মুসল্লিদের কাছে দোয়া চান। একাধিক মুসল্লি এতথ্য জানিয়েছেন। একই আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস শাহজাহানপুর শহিদবাগ জামে মসজিদে জুমার নামাজ আদায় করে বের হয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে মিলিত হয়ে কুশল বিনিময় করেন। ঢাকা -৫ আসনের নৌকা মার্কার প্রার্থী হাবিবুর রহমান মোল্লা গতকাল মাতুয়াইলস্থ নিজ বাসায় আগত দলীয় কর্মীদের সাথে কুশল বিনিময় করেন। তিনি স্থানীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করে দোয়া চান।
ঢাকা-৪ আসনের লাঙ্গল মার্কা প্রার্থী সৈয়দ আবু হোসেন (বাবলা) জুরাইন মাজার জামে মসজিদের জুমার নামাজ আদায় করে ভোটারদের সাথে কুশল বিনিময় করে দোয়া চান। একাই আসনে হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী শ্যামপুরের বায়তুল হেরা জামে মসজিদে খুৎবাহ দিয়ে মুসল্লিদের কাছে এলাকার খেদমত করার সুযোগ দেয়ার জন্য দোয়া চান।
ঢাকা-৭ আসনের হাতপাখা মার্কার প্রার্থী আলহাজ আব্দুর রহমান লালবাগ শহিদনগর বায়তুল নিজাম জামে মসজিদে জুমার নামাজ আদায় করে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করে দোয়া চান। ঢাকা-১৩ আসনের আগারগাঁস্থ বিএনপি বাজার মসজিদের ইমাম ছাহেব বলেন, ভোট আপনাদের আমানত। তিনি দেশ ও জাতির স্বার্থে যোগ্য প্রার্থীকে ভোট দেয়ার জন্য মুসল্লিদের অনুরোধ জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।