Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসি মীরজাফর হবে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর দেশের মানুষের কাঙ্খিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে দেশের মানুষের নিকট যে উৎসাহ উদ্দীপনা ছিলো তা অনেকাংশে ম্লান হয়ে গেছে। নির্বাচনে সরকারদলীয় প্রার্থীদের হুমকি, ধমকি, হামলা, পিস্তল ঠেকানো, অফিস ভাংচুর, অফিসে আগুন দেয়া ও নিরপরাধ কর্মীদের গ্রেফতার-হয়রানীর ঘটনা, উৎসবের নির্বাচনকে আতঙ্কের নির্বাচনে পরিণত করেছে। নির্বাচন কমিশন অতীতের সকল ব্যর্থতা পেছনে ফেলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হলে দেশের মানুষের কাছে তাঁরা মীরজাফর হিসেবে আখ্যায়িত হবে। তিনি ইসলামী আন্দোলনের বিষয়ে কোনরকম গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল দলীয় কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের সার্বিক পরিস্থিতি অবহিত করার লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, কালকের নির্বাচন জাতীয় নির্বাচনের উৎসবে পরিণত হওয়ার কথা থাকলেও এ নির্বাচন সরকারের আজ্ঞাবহ নির্বাচনে পরিণত হতে চলছে। প্রশাসন সরকার দলীয় প্রার্থী ও কর্মীদের পক্ষে কাজ করার মতো ঘটনাও ঘটেছে। সরকারী প্রচার মাধ্যম বিটিভি ও বাংলাদেশ বেতারে সকল দলের প্রচারে সমান সুযোগ ছিলো না। সব কিছু মিলিয়ে বলা যায়, ইসি নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরীতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। নির্বাচনে পোলিং এজেন্ট দিতে প্রত্যেক প্রার্থীরা কাজ করলেও সরকার দলীয় লোকজন সম্ভাব্য পোলিং এজেন্টদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, নগর দক্ষিণ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মাওলানা ইমতিয়াজ আলম, নগর উত্তর সভাপতি ও কেন্দ্রীয় সদস্য প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এড্যাভোকেট লুৎফুর রহমান ও ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সহ-সভাপতি শহিদুল ইসলাম কবির প্রমুখ।



 

Show all comments
  • Sei Ful ২৯ ডিসেম্বর, ২০১৮, ২:২৭ এএম says : 0
    ইসি বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে মামলা করা হউক
    Total Reply(0) Reply
  • Kazi Kawsar Ahmed ২৯ ডিসেম্বর, ২০১৮, ২:২৮ এএম says : 0
    Yes 100. % Right
    Total Reply(0) Reply
  • রুবেল ২৯ ডিসেম্বর, ২০১৮, ২:২৮ এএম says : 0
    মীর জাফরদের বিচার এই বাংলার মাটিতেই হবে, ইনশায়াল্লাহ।
    Total Reply(0) Reply
  • Mikdad Khan Prince ২৯ ডিসেম্বর, ২০১৮, ২:২৯ এএম says : 0
    আমি 71 দেখি নাই তবে আওয়াম লীগের শাসনামল দেখেছি
    Total Reply(0) Reply
  • Abu Mohammed Absar Mohammed ২৯ ডিসেম্বর, ২০১৮, ২:৩০ এএম says : 0
    মির্জাফর ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে
    Total Reply(0) Reply
  • Absar Mohammed ২৯ ডিসেম্বর, ২০১৮, ২:৩০ এএম says : 0
    জালিম পরাজিত হবে মাজলুমের বিজয় হবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ