পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে ৩০ ডিসেম্বর ভোটের মাঠে বিএনপি-জামায়াতের প্রায় সাড়ে ৬ হাজার ক্যাডার মাঠে নামবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
গতকাল সন্ধ্যায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় ৯ টি সংস্থা নাম তুলে ধরেন। ৯ টি সংস্থা হলো, ডেমোক্রেসি ওয়াচ, খান ফাউন্ডেশন, লাইট হাউস, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ, জাগরণী চক্র ফাউন্ডেশন, নবলোক, কোস্ট ট্রাস্ট, শরীয়তপুর ডেভেলপমেন্ট, নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি। এই ৯ টি সংস্থার মোট ১৪০ টি সংসদীয় আসনে মোট ৬৫৮৫ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে।
নানক বলেন, এসব সংস্থার নামে বিএনপি-জামায়াতের হাজার হাজার ক্যাডার বাহিনীর সদস্য পর্যবেক্ষক কার্ড সংগ্রহ করেছে। প্রায় সাড়ে ৬ হাজার এমন পর্যবেক্ষক নিয়োগ দেওয়ায় নির্বাচন নিয়ে নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে। এরা দলের পক্ষে কাজ করে নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপতৎপরতা চালাতে পারে।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপি-জামায়াতের সঙ্গে জড়িত এমন প্রতিষ্ঠানগুলোকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া গণপ্রতিনিধিত্ব আদেশ বিরোধী। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এই সকল প্রতিষ্ঠানকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে আপত্তি জানিয়ে ছিলাম। তারা নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার অপতৎপরতা চালাবে তাই সকলকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানান তিনি।
নানক আরো বলেন, নির্বাচন পর্যবেক্ষক নিয়ে যা হচ্ছে সেটি শুধু নির্বাচন সম্পর্কিত বাংলাদেশের মূল আইন রিপ্রিজেশন অফ পাবলিক অর্ডার বা আরপিও এর লঙ্ঘনই নয়, আন্তর্জাতিক আইন ও রীতি নীতির লঙ্ঘন। নির্বাচন পর্যবেক্ষক অনুমতি প্রদান আরপিও অনুচ্ছেদ ৯১সিতে বলা হয়েছে রাজনৈতিক দল বা ব্যক্তির সাথে সম্পৃক্ত নয় এমন তাদেরকে পর্যবেক্ষ হিসেবে অনুমতি দেয়া যাবে। অথচ আমরা লক্ষ করছি আইনের এ বিধান লঙ্ঘন করে বিএনপি-জামায়াতের সরাসরি সম্পৃক্ত এবং তাদের লক্ষ-উদ্দেশ্যে সমর্থনকারী ও সহানুভূতিশীল ১১ টি সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেয়া হয়েছে।
বিদেশী পর্যবেক্ষক সংস্থা আনফ্রেলের বিষয়ে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিদেশী পর্যবেক্ষক সংস্থা আনফ্রেল নিয়ে যা বলা হচ্ছে সেটি সত্য নয়। আরপিও’র ৯১ সি অনুযায়ী এ সংস্থাটিও অনুমতি পাওয়ার যোগ্য নয়। এই সংস্থার বাংলাদেশ প্রতিনিধি হচ্ছে অধিকার। অধিকারের চেয়ারম্যান আদিলুর রহমান শুভ্র। যিনি সরাসরি বিএনপি- জামায়াতে রাজনীতির সাথে যুক্ত। তা সত্বেও আনফ্রেলের ৬ জন প্রতিনিধি পর্যবেক্ষক নির্বাচনে পর্যবেক্ষণের অনুমতি পেয়েছে।
নানক বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতা আসলে দেশে আইয়ামে জাহেলিয়াতে ঘোর আমানিশা নেমে আসবে। বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট হলো অন্ধকারের শক্তি। বিএনপি- জামায়াত অপশক্তি নির্বাচিত হলে দেশ দুর্নীতি- দুর্বৃত্তায়ন, জঙ্গি-সন্ত্রাস ও লুটপাটের রাজত্ব কায়েম হবে।
এই আওয়ামী লীগ নেতা বলেন, এই অন্ধকারের অপশক্তি ক্ষমতায় গেলে কী হবে তা দেশের মানুষ ভালো করে জানে। বিএনপি-জামায়াত নির্বাচিত হলে দেশে আবারও রক্তের গঙ্গায় ভেসে অন্ধকারে নিমজ্জিত হবে। দেশের মানুষ বিএনপি-জামায়াতকে ভোট দিবে না।
নানক বলেন, বিএনপি-জামায়াত অশুভ জোট ভূয়া ব্যালট পেপার ছাপিয়ে, ভূয়া বুথ তৈরি করে নকল ভিডিও বানিয়ে গুজব সৃষ্টি করে নির্বাচনকে বির্তকিত করার চেষ্টা করতে পারে। এ বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সর্তক থাকতে হবে। বিএনপি-নেতাদের ফাঁস হওয়া ফোনালাপ একের পর এক ষড়যন্ত্রের চিত্রফুটে উঠছে।
বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে বিএনপি আর সুবিধা করতে পারছে না। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচিত হলে মানুষের ভ্যাগের উন্নয়ন হয়, দেশের উন্নয়ন হয়। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে উন্নয়নের জোয়ারে সমৃদ্ধির নৌকায় আলোর পথে এগিয়ে যাবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির আরেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আহমদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবির কাউসার এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।