Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারাগার থেকেই নির্বাচনে ১৮ প্রার্থী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটযুদ্ধ শুরু হতে আর মাত্র কয়েক প্রহর বাকী। এই যুদ্ধে বিএনপির নেতৃত্বে দুটি জোটের প্রার্থীরা অংশগ্রহণ করছে। নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে দুই দফা সংলাপে নেতাকর্মীদের গ্রেফতার বন্ধে দাবি জানিয়েছিল ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। প্রধানমন্ত্রীও নেতাকর্মীদের গ্রেফতার করা হবে না বলে আশ্বাস দিয়েছিল বলে ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতারা জানিয়েছিলেন। তবে সেই আশ্বাসের কোন বাস্তবায়ন হয়নি বলেও জানিয়েছেন তারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, গত ৮ নভেম্বর তফশীল ঘোষণার পর থেকে গতকাল ২৭ ডিসেম্বর পর্যন্ত মোট ১০ হাজার ৩২৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই সময়ে গায়েবী ও মিথ্যা মামলার সংখ্যা ৮৪৪টি। মোট হামলার সংখ্যা ২ হাজার ৮৯৬। এসব হামালায় আহত হয়েছেন ১৩ হাজার ২৫২ জন নেতাকর্মী। আর মারা গেছেন ৯ জন। এর মধ্যে এবার নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতাকারী দলটির প্রার্থীও রয়েছেন। নির্বাচনের আগে আর তাদের মুক্তির সম্ভাবনা নেই। ফলে কারাগারে থেকেই নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন তারা।
বিএনপির সূত্রে জানা যায়, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৮জন প্রার্থী কারাগার থেকে নির্বাচনে লড়াই করবেন। কারাগারে থাকা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের মধ্যে রয়েছেন- নরসিংদী-১ আসনের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, কুমিল্লা-১০ আসনে মনিরুল হক চৌধুরী, গাজীপুর-৫ আসনে ফজলুল হক মিলন, ঝিনাইদহ-৩ আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক মতিউর রহমান, টাঙ্গাইল-২ আসনে সুলতান সালাহউদ্দিন টুকু, চট্টগ্রাম-৯ আসনে ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী, গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানী, রাজশাহী-৬ আসনে মো. আবু সাঈদ চাঁদ, মাগুরা-১ আসনে মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম-১৫ আসনে আ ন ম শামসুল ইসলাম, কক্সবাজার-২ আসনে এ এইচ এম হামিদুর রহমান আজাদ, সাতক্ষীরা-২ আসনে মুহাম্মদ আবদুল খালেক, খুলনা-৬ আসনে আবুল কালাম আজাদ, ঠাকুরগাঁও-২ আসনে মাওলানা আবদুল হাকিম, সাতক্ষীরা-৪ আসনে গাজী নজরুল ইসলাম, কুষ্টিয়া-১ আসনে রেজা আহমেদ বাচ্চু মোল্লা, যশোর-২ আসনে আবু সাঈদ মো. শাহাদাত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ