পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
হবিগঞ্জ-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়া গ্রামের বাড়িতে গতকাল রাত ৯টায় সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলাম, বিকাল ৫টার দিকে একদল পুলিশ তার বাসায় কোন ধরনের উস্কানী ছাড়াই হঠাৎ হামলা চালিয়ে ভাঙচুর করে। তালা ভেঙে পুলিশ বাসায় প্রবেশ করে তল্লাশি চালায়। এসময় পুলিশ আসামি ধরার নাম করে বিভিন্ন কক্ষে গিয়ে মালামাল তছনছ করে। এক পর্যায়ে গ্রামবাসী খবর পেয়ে শত শত লোক আসলে পুলিশ চলে যায়।
এদিকে, সন্ধ্যায় আমি হাওর এলাকায় আসলে কাজির বাজার নামক স্থানে পুলিশে সাত থেকে আট গাড়ি পুলিশ পোশাক পড়া ও ছাড়া অনেক পুলিশ আমার গাড়িবহরে সাথে থাকা কয়েকটি গাড়ি আটক করে ৩২ জন নেতাকর্মীকে গ্রেফতার করে নিয়ে যায়। এদের মধ্যে ৭জনের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। বাকিদের কোন মামলা ছাড়াই গ্রেফতার করে। পুলিশ আমার কোন প্রচারণা করতে দিবে না এটাই মূল উদ্দ্যেশ্য। আমি সন্দীহান ইলেকশন কমিশন কি করে সুষ্ঠু নির্বাচন সম্ভব চায়। আমি বিষয়টি পুলিশের ডিআইজি সিলেটসহ নির্বাচন কমিশনকে জানিয়েছি। সরকারকে নির্বাচন কমিশন বলুক আমরা ভোট ছাড়া নির্বাচন চাই, বাংলাদেশে একটি পোষাবিরুধী দল হবে আমাদের কে বলুক। সরকার আমাদের কে বলুক যে বাংলাদেশে প্রতিযোগিতামূলক বিরুধী দল চাই না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যতই বাধা আসুক তাদের নির্যাতনে আমাদের অবস্থান আরো শক্তিশালী হচ্ছে। জনগণ আমাদের সাথে রয়েছে। আমি জানি নির্বাচন সুষ্ঠু হবে না। তবুও জানি ৫০ শতাংশ সুষ্ঠু হলেই আমি পাশ করবো। তাদের নগ্ন কারচুপি টেবিল কাস্ট করেও আওয়ামী লীগের জিতা সম্ভব নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।