পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, আইন করে জঙ্গিবাদ দমন করা যাবে না। দেশের মানুষকে সংঘবদ্ধ হয়ে সামাজিক চেতনা গড়ে তুলে এদের প্রতিরোধ করতে হবে।
গতকাল শনিবার সকালে যুবলীগ ঢাকা মহানগর উত্তর আওতাধীন ৯নং ও ১০নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে (মিরপুরের ১০নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে) তিনি এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মাইনুল হোসেন খান নিখিল।
যুবলীগ চেয়ারম্যান বলেন, বিএনপি-জামায়াত বাইরে কুস্তি, ভেতরে দোস্তি। বিএনপি এখন খই ভাজার দল, নেই কাজ তো খই ভাজ। জনগণের আশা পূরণের পরিবর্তে বিএনপি নন ইস্যু, মৃত্যু ইস্যু, বানানো ইস্যু, কল্পিত ইস্যু, স্বপ্নে পাওয়া ইস্যু, কষ্টকল্পিত ইস্যু নিয়ে নিজেরাই ঘর্মাক্ত হচ্ছেন। তিনি বলেন, ’৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার ও দ-দান ছিল একটি অসম্ভব কথা। এই বিচার ভ-ুল করার জন্য বিএনপি-জামায়াত সন্ত্রাস, জঙ্গিবাদ, জ্বালাও-পোড়াও যা করেছে দেশবাসী তা ভুলে যায়নি।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত বিদেশীদের ইন্ধনে এখন শুরু করেছে গুপ্তহত্যা। এই গুপ্তহত্যা মোকাবেলা করার জন্য দরকার দলীয় শৃঙ্খলা ও গণসচেতনতা। এবারের গুপ্তহত্যার ধরনও ভিন্ন। বিদেশী নাগরিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় যাজক এর শিকার হচ্ছেন। হত্যাকারীদের বিদেশী এজেন্টরা এসব হত্যাকা-কে আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে বিদেশ থেকে এক একটি হত্যার দায় স্বীকারের কথা মিডিয়ায় পাঠাচ্ছে। তাদের লক্ষ্য বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, মিসর, সিরিয়ার মতো সন্ত্রাসীদের হটবেড বানানো। তাদের এ স্বপ্ন বাংলার মানুষ কোনোদিন সফল হতে দেবে না বলে মন্তব্য করেন তিনি।
ওমর ফারুক চৌধুরী বলেন, বিগত দিনে দেশের সাধারণ মানুষকে জিম্মি করে গাড়িতে আগুন দিয়ে, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে যারা নিরীহ মানুষকে হত্যা করেছে, আগামীতে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাদেরও বিচার করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, আসলামুল হক এমপি, মহানগর যুবলীগ উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সম্পাদক ম-লীর সদস্য মিজানুল ইসলাম মিজু, উত্তর যুবলীগের সহসভাপতি মো. জাফর ইকবাল, জলিলুর রহমান, ইঞ্জি. জাহান এফ রহমান, যুগ্ম সম্পাদক তাজভীরুল হক অনু, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক বিশ্বাস, শাহাদাত হোসেন সেলিম, দক্ষিণ যুবলীগের দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ প্রমুখ। সভাপতিত্ব করেন সাজেদুর রহমান রাসেল। সভা পরিচালনা করেন মহানগর উত্তর যুবলীগের প্রচার সম্পাদক রাকিব হোসেন মিরন।
দ্বিতীয় অধিবেশনে ৯নং ওয়ার্ডের সভাপতি পদে নাসির উদ্দিন খান ও সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন পলাশ এবং ১০নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদে মিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মো. রিফাত আহসান অভিকে নির্বাচিত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।