পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দুই স্থানে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদ মাঠে ও কাকডাঙ্গা সরকারি প্রাঃ বিদ্যালয় মাঠে পৃথক পৃথক এ জনসভার আয়োজন করেন আমতলী ও পিনজুরী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। আমতলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সামছুদ্দিন মিয়া ও পিনজুরী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু সাঈদ শিকদারের সভাপতিত্বে সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ কাজী আকরাম উদ্দিন আহম্মদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এসএম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া, উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, সাবেক মেয়র এইচ এম অহিদুল ইসলামসহ সহযোগি সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় শতভাগ ভোট প্রদানের আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।