পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
হোটেল নাজ গার্ডেনে অবস্থানকারী বগুড়া ২ ( শিবগঞ্জ ) আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী মাহমুদুর রহমান মান্না অবরুদ্ধ বলে খবর ছড়িয়ে পড়ায় তার নেতা কর্মি ও সমর্থকরা আতংকিত হয়ে পড়েছেন । খবরের সত্যতা যাচাইয়ের জন্য বৃহষ্পতিবার রাত ৯টায় তাঁর সাথে দেখা করতে গেলে ইনকিলাবকে তিনি বলেন , তিনিও বুঝতে পারছেননা তিনি ডিবি পুলিশ দ্বারা তিনি অবরুদ্ধ কিনা বা তাকে গ্রেফতার করা হবে কিনা ?
তিনি বলেন , সন্ধ্যায় নিজের কক্ষ থেকে চা’ খেতে বেরিয়ে দেখি ডিবির জ্যাকেট পরা লোকজন হোটেল লবিতে অবস্থান করছে । শুনলাম হোটেল অথরিটির কাছে তারা আমার রুম নম্বর জানতে ও রুম তল্লাশী করতে চেয়েছে । ডিবির লোকদের কাছে জানতে চাইলে তারা বলে , স্যার আমরা আপনার সিকিউরিটির জন্য এসেছি । কিন্তু তাদের আচরণে মনে হচ্ছে , তারা আসলে সিকিউরিটির নামে আমাকে কর্মি ও ভোটার এবং জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে চাইছে । তিনি বলেন , আমার নির্বাচন পরিচালনা কমিটির ৭১ জন সদস্যের মধ্যে ৩ জন ছাড়া বাকি সবাইকে মামলার আসামী বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে । হয়তো তারা আমাকেও গ্রেফতার করতে পারে , করলে করুক আমি ভয় পায়না ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।