Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮০ ভাগ জনগণ সরকারের পক্ষে : হানিফ

প্রকাশের সময় : ৮ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জনগণের বিরুদ্ধে অবস্থান বলেই ষোড়শ সংশোধনী বাতিলের মাধ্যমে জনগণের ক্ষমতা হরণের পক্ষে বিএনপি অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। দেশে সাম্প্রতিক সময়ের হত্যাকা- সম্পর্কে হানিফ বলেন, এই সরকারকে উৎখাত করার জন্য বাংলাদেশে একাত্তরে পরাজিত শক্তিরা বহুবার চেষ্টা করেছে। বহু তৎপরতা চালিয়েছে। জ্বালাও-পোড়াও করে ব্যর্থ হওয়ার পরে বিদেশি নাগরিক হত্যা করেছে। সেখান থেকেও তারা ব্যর্থ হওয়ার পরে এখন গুপ্তহত্যা চালিয়ে সরকারকে অস্থিতিশীল করতে চায়। এই সমস্ত গুপ্তহত্যা চালিয়ে সরকারকে যে উৎখাত করা যাবে না, সেটা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। কারণ এই সরকারের ভিত হচ্ছে জনগণ। শতকরা ৮০ ভাগ জনগণ এই সরকারের পক্ষে আছে।
গতকাল শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানম-ি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সংবাদ সম্মেলন থেকে সারাদেশে চলতি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ৬ষ্ঠ ধাপের দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়। মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি নেতারা যা বলছে, এটা বলা স্বাভাবিক। কারণ বিএনপির জন্ম হয়েছে স্বৈরাচারের গর্ভ থেকে। বিএনপি কখনও গণতন্ত্রে বিশ্বাস করে নাই। বিএনপি কখনও গণতন্ত্রে জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে না। জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী নয় বলেই এই ষোড়শ সংশোধনী বাতিলের মাধ্যমে জনগণের ক্ষমতা হরণ করা হয়েছে সেটার পক্ষে তারা অবস্থান নিয়েছে।
তিনি বলেন, এই অবস্থানের মাধ্যমে বিএনপি আবারও প্রমাণ করেছে তারা কখনই জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী নয়। তারা বরাবরই জনগণের বিরুদ্ধে। যারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা যেতে চায়, তারা সব সময় জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে সেটা আবার প্রমাণিত হয়েছে। এই দেশে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক বাইরে থাকুক বারবার জনগণের উপর আক্রমণ করেছে। বিএনপি সব সময় জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেটা আবারও প্রমাণ হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূল থেকে প্রস্তাবিত নামটাকেই অগ্রাধিকার দেয়ার চেষ্টা করেছি। এখানে আমরা বিভিন্ন সার্ভে রিপোর্ট দেখেছি। মাঠ পর্যায়ে অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে। আমাদের কাছে যে অভিযোগ গুলো এসেছে আমরা তাৎক্ষণিকভাবেই তদন্ত করে ব্যবস্থা নিয়েছি।
এ সময় কয়েকটি ইউনিয়নে দলীয় প্রার্থিতা বাতিলের উদাহরণ তুলে ধরে হানিফ বলেন, ইউনিয়ন পর্যায়ে প্রার্থী বাছাই করা একটা দূরহ কাজ। তৃণমূল পর্যায় থেকে হাজার হাজার নেতাকর্মীদের তালিকা থেকে প্রার্থী বাছাই কঠিন কাজ। এই কঠিন কাজটি করেছি তৃণমূল নেতাকর্মীদের সহযোগিতায়। এখানে যদি তৃণমূল নেতাকর্মীদের পাঠানো তথ্যের মধ্যে কোন গড়মিল থাকে সমস্যায় পড়তে হয়েছে। আমরা তারপরও চেষ্টা করেছি, যাচাই-বাছাই করে সর্বোচ্চ পর্যায়ে প্রার্থী মনোনয়ন দিতে। সাড়ে ৫ হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে ২/৩ জন প্রার্থী এটা খুবই নগণ্য সংখ্যা।
সংবাদ সম্মেলনে সব ধরনের সন্ত্রাসীদের বিরুদ্ধে আওয়ামী লীগের কঠোর অবস্থান বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতা হানিফ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম আমিন, এসএম কামাল হোসেন, একেএম এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৮০ ভাগ জনগণ সরকারের পক্ষে : হানিফ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ