Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসিকে নির্ভয়ে ভোট দেয়ার ব্যবস্থা নিতে হবে

নির্বাচনী সভায় মুফতি জিয়াউল হক মজুমদার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৮, ৮:১১ পিএম

ঢাকা ৮ আসনের ইসলামী ঐক্যজোট প্রার্থী মুফতি জিয়াউল হক মজুমদার বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যা বুঝায়, ইসি এখন পর্যন্ত তা করতে পারেনি। তিনি বলেন, সকল প্রার্থীর প্রতি প্রশাসন সমান আচরণ করছে না। তাই আজকালের মধ্যে সকল প্রার্থী, কর্মী ও সমর্থকদের প্রতি সমান আচরণ, নির্ভয়ে ভোটারদের ভোট দেয়ার পরিবেশ তৈরির দায়িত্ব ইসির। তিনি বলেন, দেশ চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক গডফাদারদের নিয়ন্ত্রীত রাজ্যে পরিণত হয়েছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে দেশের শাসন ব্যবস্থায় ইসলামী নেজাম প্রতিষ্ঠার বিকল্প নেই। জনগণ আমাকে মিনার মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে সংসদে গিয়ে ইসলামী নেজাম প্রতিষ্ঠায় ভূমিকা রাখবো। আজ বায়তুল মোকাররমের উত্তর গেটে নির্বাচনী প্রচারণাকালে সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন আলহাজ মুফতি রিয়াজুল ইসলাম মজুমদার, মুফতি হারুনুর রশীদ, মুফতি সাআদ জিয়া, হাজী আমানুল্লাহ, মাওলানা আব্দুর রব প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ