পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের মানুষ বিশেষ করে আড়াই কোটির মতো নতুন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে উন্মুখ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর জনগণের বিজয় হবে। ওইদিন এদেশের মানুষ ব্যালটের মাধ্যমে সরকারের জুলুম, নির্যাতন, অন্যায়, দুঃশাসনের জবাব দেবে। তিনি বৃহস্পতিবার বিকেলে বন্দরনগরীর মেহেদীবাগের বাসভবনে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
আমীর খসরু বলেন, এ নির্বাচনে সরকার জনগণের প্রতিপক্ষ হয়ে গেছে। সরকারের সকল সংস্থাকে কাজে লাগিয়ে একটি নির্বাচনী প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বিরোধী দলের নেতাকর্মী বিশেষ করে ধানের শীষের প্রার্থীদের উপর এ বেপরোয়া হামলা গ্রেফতার নির্যাতন হচ্ছে তা নজিরবিহীন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে কোন নির্বাচনে এমন অমানবিক ঘটনা ঘটেনি।
লেভেল প্লেয়িং ফিল্ড নেই জেনেও বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে এসেছে জানিয়ে তিনি বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে ধানের শীষের প্রার্থীরা শেষ পর্যন্ত লড়াইয়ে থাকবে। বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের উপর হামলার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এদের কথা এখন কেউ বিশ্বাস করে না। নির্বাচনকে নিয়ে সরকার দেশে কি করছে তা দেশবাসী থেকে শুরু করে জাতিসংঘ এবং বিশ্বের সব দেশের কাছে দিনের আলোর মতো পরিষ্কার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।