Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুষ্ঠু নির্বাচন দেখতে চান যুক্তরাজ্যের রাষ্ট্রদূত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৮, ৫:২৩ পিএম

দেশে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চান যুক্তরাজ্যের রাষ্ট্রদূত অ্যালিসন ব্লেইক।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেট-১ আসনের মহাজোটের প্রার্থী ড. মোমেনের বাসায় সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
অ্যালিসন বলেন, নির্বাচনের প্রচারণা ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য আমি সিলেট এসেছি। সিলেটে উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। এসব বিষয় নিয়েই ড. মোমেনের সঙ্গে তার সৌহার্দপূর্ণ পরিবেশে তার আলাপ হয়েছে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
ড. মোমেন ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকের ব্যাপারে বলেন, অ্যালিসন ব্লেইকের সঙ্গে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাকে জানিয়েছি, নির্বাচনে ঈদের মতো উৎসব হচ্ছে। তাকে আমি জানিয়েছি- নৌকার প্রচার-প্রচারণায় বিরোধী দলের নেতারা বিভিন্নভাবে বাধা দিচ্ছেন। এছাড়া নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়েও কথা বলেছি।
তিন আরও বলেন, তাকে আমরা জানিয়েছি-আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে দেশে কি কি উন্নয়ন হবে।
মোমেনের বাসা থেকে বেরিয়ে খন্দকার আব্দুল মুক্তাদিরের বাসায় যান ব্রিটিশ হাইকমিশনার। সেখানে মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ