পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম বিভাগ: ৫৮
ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মধ্যে আওয়ামী লীগ ৩টিতে, বিএনপি ১টিতে এগিয়ে রয়েছে। অন্য দুইটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে নৌকার প্রার্থী র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আনিসুল হক ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে এবি তাজুল ইসলাম এগিয়ে রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ধানের শীষের প্রার্থী উকিল আব্দুস সাত্তার এগিয়ে আছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে একরামুজ্জামান (ধানের শীষ) ও বিএম ফরহাদ হোসেন (নৌকা) এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ কাজী নাজমুল হোসেন (ধানের শীষ) ও এবাদুল করিম (নৌকা) এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।
কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টিতে আওয়ামী লীগ ও ২টিতে বিএনপি বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। কুমিল্লা-১ আসনে নৌকার প্রার্থী সুবিদ আলী ভূইয়া, কুমিল্লা-৩ আসনে ইউসুফ আব্দুল্লাহ হারুন, কুমিল্লা-৪ আসনে রাজি মোহম্মদ ফখরুল, কুমিল্লা-৫ আসনে আব্দুল মতিন খসরু, কুমিল্লা-৬ আসনে আকম বাহাউদ্দীন বাহার, কুমিল্লা-৭ আসনে আলী আশরাফ, কুমিল্লা-৯ আসনে তাজুল ইসলাম, কুমিল্লা-১০ আসনে আ হ ম মুস্তফা কামাল, কুমিল্লা-১১ আসনে মুজিবুল হক বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কুমিল্লা-২ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন ও কুমিল্লা-৮ আসনে জাকারিয়া তাহের সুমন বিজয়ী হতে পারেন।
চাঁদপুরের ৫টি আসনের সবকটিতেই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে চাঁদপুর-১ আসনে নৌকার প্রার্থী মহিউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-২ আসনে নূরুল আমিন রুহুল, চাঁদপুর-৩ আসনে ডা. দীপু মনি, চাঁদপুর-৪ আসনে শফিকুর রহমান ও চাঁদপুর-৫ আসনে রফিকুল ইসলাম এগিয়ে রয়েছেন।
ফেনীর ৩টি আসনের মধ্যে ২টিতে বিএনপি এবং ১টিতে জাতীয় পার্টি বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ফেনী-১ আসনে ধানের শীষের প্রার্থী মুন্সি রফিকুল আলম, ফেনী-২ আসনে ভিপি জয়নাল বিজয়ী হতে পারেন। ফেনী-৩ আসনে জাতীয় পার্টির লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এগিয়ে আছেন। নোয়াখালীর ৬টি আসনের মধ্যে ৩টিতে বিএনপি, ১টিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হতে পারে। আর ২টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে নোয়াখালী-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ আসনে জয়নাল আবদীন ফারুক, নোয়াখালী-৩ আসনে বরকত উল্লাহ বুলু বিজয়ী হতে পারেন। নোয়াখালী-৬ আসনে নৌকার প্রার্থী আয়েশা ফেরদাউস এগিয়ে আছেন। আর নোয়াখালী-৪ আসনে মোহাম্মদ শাজহাজান (ধানের শীষ)- একরামুল করিম চৌধুরী (নৌকা) এবং নোয়াখালী-৫ আসনে ব্যারিস্টার মওদুদ আহমেদ (ধানের শীষ)- ওবায়দুল কাদের (নৌকা) এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।
লক্ষীপুরের ৪টি আসনের মধ্যে ৩টিতে বিএনপি তথা ঐক্যফ্রন্ট এগিয়ে রয়েছে আর একটিতে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। লক্ষীপুর-১ আসনে ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী মোঃ শাহাদাত হোসেন সেলিম, লক্ষীপুর-২ আসনে আবুল খায়ের ভূইয়া, লক্ষীপুর-৪ আসনে ঐক্যফ্রন্টের আ স ম আব্দুর রব ধানের শীষ প্রতীক পেয়ে এগিয়ে রয়েছেন। লক্ষীপুর-৩ আসনটিতে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী (ধানের শীষ) ও শাহজাহান কামাল (নৌকা) এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।
চট্টগ্রামের ১৬ টি আসনের মধ্যে ৮টিতে আওয়ামী লীগ, ৬টিতে বিএনপি এগিয়ে রয়েছে। একটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আভাস পাওয়া গেছে। আর অবশিষ্ট একটি আসনে এগিয়ে রয়েছে জামায়াতের স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যে- চট্টগ্রাম-১ আসনে নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম-৪ আসনে দিদারুল আলম, চট্টগ্রাম-৫ আসনে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৬ আসনে এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭ আসনে ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম-৯ আসনে মহিবুল হাসান নওফেল, চট্টগ্রাম-১২ আসনে সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৩ আসনে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ নৌকার প্রার্থীরা বিজয়ী হতে পারেন।
অন্যদিকে চট্টগ্রাম-২ আসনে ধানের শীষের প্রার্থী আজিম উল্লাহ বাহার, চট্টগ্রাম-৩ আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-১০ আসনে আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১৪ আসনে এলডিপির কর্ণেল (অব.) অলি আহমেদ (ছাতা), চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতের আ ন ম শামসুল ইসলাম বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম-৮ আসনে আবু সুফিয়ান (ধানের শীষ) ও জাসদের মঈন উদ্দিন খান বাদল (নৌকা) এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম-১৬ আসনে বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী এগিয়ে আছেন।
কক্সবাজারের ৪টি আসনের মধ্যে ৩টিতে বিএনপি এবং ১টিতে আওয়ামী লীগ বিজয়ী হতে পারে। এর মধ্যে-কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী হাসিনা আহমেদ, কক্সবাজার-৩ আসনে লুৎফর রহমান কাজল ও কক্সবাজার-৪ আসনে শাহাজাহান চৌধুরী বিজয়ী হতে পারেন। কক্সবাজার-২ আসনে আওয়ামী লীগের আশেক উল্লাহ রফিক এগিয়ে রয়েছেন।
তিন পার্বত্য জেলার তিনটি আসনের মধ্যে ২টিতে আওয়ামী লীগ ও ১টিতে বিএনপির বিজয়ের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে খাগড়াছড়ির আসনে আওয়ামী লীগের কুজেন্দ্র লাল ত্রিপুরা ও বান্দরবানে বীর বাহাদুর উ শৈ সিং নৌকা প্রতীকে বিজয়ী হতে পারেন। রাঙামাটি জেলার আসনে এগিয়ে রয়েছেন ধানের শীষের প্রার্থী মনি স্বপন দেওয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।