Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ব্যবস্থা নিন

সেনাবাহিনীর প্রতি ২০ দলের আহ্বান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

জনগণকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে যথাযথ ব্যবস্থা গ্রহণে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন ২০ দলীয় জোটের সমন্বয়কারী ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এ সরকারের আমলে যারা মার খায় তারাই দোষী হয়, যারা মারে তারা দোষী নয়, সরকার গণতন্ত্রকে নির্দিষ্ট গতিতে চলতে দিচ্ছে না। গতকাল (বুধবার) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
বিভিন্ন স্থানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ওপর হামলার ঘটনা উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে নয়, নিজ দলের স্বার্থে কাজ করে। ইসির কাছে সুনির্দিষ্ট অভিযোগ জানানোর পরও তিনি ব্যবস্থা না নিয়ে হামলাকারীদের পক্ষে সাফাই গেয়েছেন। আমরা প্রেসিডেন্টের কাছে আবেদন করছি, সিইসিকে প্রত্যাহার করে একজন নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগ দিন।
তিনি বলেন, সরকার ও ইসি আমাদেরকে আশ্বস্ত করেছিল নির্বাচন সুষ্ঠু হবে, কিন্তু তার কোনো নজির নেই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা আমরা প্রত্যক্ষ করেছি, ঝিনাইদহ-৩ আসনের প্রার্থী ও তার স্ত্রীকে আটক করছে ডিবি, ড. কামাল হোসেনের চেম্বারে পুলিশ কর্মকর্তারা গেছেন, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে বৈঠক সূত্রে জানা যায়, নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে জোটের শরিক দলের এক নেতা নির্বাচন বর্জনের পরামর্শ দিয়েছেন। তবে সার্বিক আলোচনায় ঐক্যবদ্ধ থেকে শেষ মুহ‚র্ত পর্যন্ত নির্বাচনে থাকার সিদ্ধান্ত হয়।
বেলা ১১টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত জোটের এ বৈঠক চলে। এতে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম খান। অন্যান্যের মধ্যে জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুল হালিম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, কল্যাণ পার্টির এম এম আমিনুর রহমান, খেলাফত মজলিসের মাওলানা ইসহাক, জমিয়তে উলামায়ে ইসলামের মহিউদ্দিন ইকরাম, মাওলানা জুনায়েদ আল হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • Shehab Rayhan ২৭ ডিসেম্বর, ২০১৮, ২:৩০ এএম says : 0
    কোনও লাভ নাই
    Total Reply(0) Reply
  • Borhan Uddin Borhan ২৭ ডিসেম্বর, ২০১৮, ২:৩১ এএম says : 0
    কোনো মানুষকে যদি তার হাতপায়ে শিকল দিয়ে গাছের সাথে বেধে বলা হয় তুমি দৌড়ে বাজার থেকে কিছু নিয়ে আসো তাহলে কি গাছের সাথে শিকল দিয়ে বাধা মানুষটি দৌড়াতে পারবে।ঠিক তেমনি করে সাধারন জনগনকে দেখানোর জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে ক্ষমতা দেওয়া হয়নি । সেনাবাহিনীর ক্ষমতা তাদের হাই কমান্ড।
    Total Reply(0) Reply
  • Shadat Ctg ২৭ ডিসেম্বর, ২০১৮, ২:৩২ এএম says : 0
    লাভ নাই আর এগুলা বলে ;
    Total Reply(0) Reply
  • Noor Ul Islam Islam ২৭ ডিসেম্বর, ২০১৮, ২:৩২ এএম says : 0
    সেনাবাহিনীকে কোনো ক্ষমতা না দিয়ে,ভোটকেন্দ্র থেকে দূরে অবস্থানের নির্দেশনার মধ্যদিয়ে সরকার এবং নির্বাচন কমিশন দেশ ও জাতির গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠানটির মর্যাদাকে চরমভাবে অপমান ও অসম্মান করেছে। অন্যদিকে,যেসমস্ত কেন্দ্রে বিরোধী দলের জোর দেখবে,সেগুলোতে একটা পরিস্থিতির অবতারণা করে সেনাবাহিনীকে ডেকে আনার ব্যবস্থা রাখা হয়েছে যাতে নিজেদের ইচ্ছামত কাজে লাগাতে পারে। অর্থাৎ,সেনাবাহিনী এবং সরকার বিরোধীদের কোনোভাবেই ভালোকিছু করার সুযোগ দিবে না। অতএব,৩০ ডিসেম্বরকে জাতির জন্য আরেকটি যুদ্ধের দিন মনে করে জনগণকে মাঠে নামতে হবে। নাহয়,গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ