Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঐক্যফ্রন্ট থেকে পদত্যাগ করুন

ড. কামালের উদ্দেশে ওবায়দুল কাদের

চৌদ্দগ্রাম ও চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিইসির পদত্যাগ দাবি নতুন নয়, সাহস থাকলে ঐক্যফ্রন্টের ব্যর্থ নেতা হিসেবে আপনিই পদত্যাগ করুন।
সিইসি এভাবে নিয়োগ হয়নি, প্রেসিডেন্টের সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ হয়েছে। ড.কামাল হোসেনের মুখের বিষ ফরমালিনের চেয়েও ভয়ঙ্কর। গতকাল বুধবার কুমিল্লার মিয়াবাজার লতিফুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। কুমিল্লা-১১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেলমন্ত্রী মুজিবুল হকের নির্বাচনী সমাবেশে তিনি আরও বলেন, ভোটের চারদিন আগে নির্বাচনের পরিবেশ বিষয়ে নানা অভিযোগ নিয়ে সিইসি কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেন কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্ট নেতারা। সিইসি তাদের কোনো অভিযোগ কানে তোলেননি বলে জানান ফখরুল। পরে ফখরুল অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ চান। মাসখানেক আগে কামাল হোসেনও সিইসি পরিবর্তনের দাবি তুলেছিলেন বললেন ওবায়দুল কাদের। ড.কামালের উদ্দেশে কাদের বলেন, যার পদত্যাগ চাইলেন তার সাথে কেন বৈঠক করতে গেলেন? গণতন্ত্র ছাড়া সমৃদ্ধি হয় না। ষড়যন্ত্র করে, বন্দুকের নল উঁচিয়ে কখনও ক্ষমতায় আসিনি। যতবারই এসেছি জনগণের ভোটে। আপনারা নির্বাচনে আসেননি সেটি কি জনগণের অপরাধ, সেটি কি আমাদের অপরাধ?
তিনি আরও বলেন, নির্বাচনে না এসে বিনা প্রতিদ্ব›িদ্বতার ফাঁদ তৈরি করেছেন। তাতে কি গণতন্ত্র থেমে গেছে। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন পুলিশকে বলেছেন জানোয়ার, সাংবাদিকদের বলেন-খামোশ। এই যার আচরণ, তা পাকিস্তানি। তার শ্বশুরবাড়ি পাকিস্তান। তার মানসিকতা পাকিস্তানি। তিনি আরো বলেন, ড. কামালও এখন তারেক রহমানের পরামর্শে চলেন। তাই তার পাকিস্তান ফিরে যাওয়া উচিত। বাংলাদেশের রাজনীতিতে আপনার কোনো জায়গা নেই।
ওবায়দুল কাদের বলেন, তফসিল ঘোষণার পর আমরা ৫ নেতাকর্মীকে হারিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। সারা দেশে উন্নয়নের জোয়ার চলছে। উন্নয়নের মার্কা নৌকা, নৌকার বিকল্প নেই। সভায় প্রধান বক্তা ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মিজানুর রহমান, মিয়াবাজার কলেজের অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগের সদস্য কামাল উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, মাহবুব হোসেন মজুমদার, মাহফুজ আলম, মোশারেফ হোসেন প্রমূখ।



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ২৭ ডিসেম্বর, ২০১৮, ১২:৫৭ এএম says : 0
    তুমি এমন এক অবস্থায় উপনিত হইয়াছো যে, যাহা মূখে আসো তাহাই বলো। তুমি তুমার অতিত ভূলে গেছো মনে আছে তুমাকে যখন ধরা হইয়াছিল? সেই দিন আবার আসিতেছে। ইনশাআল্লাহ। *********
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ