পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দারের সভাপতিত্বে গতকাল বিকাল ৫টায় বোরহানউদ্দিন কলেজ চত্তরে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি। বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন ছিল। একটি তিনি পূরণ করে গেছেন। বাকিটা পূরণ করছেন মানবতার মা উন্নয়নের প্রতীক, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমস্ত্রী শেখ হাসিনা। আমিও এ আসনের এমপি ছিলাম কিন্তু কোনদিন কারো উপর অত্যাচার নির্যাতন করিনি। আর হাফিজ ইব্রাহীমরা ক্ষমতায় থেকে মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে। যার কারণে আজ ঘর থেকে বের হতে পারছে না।
তিনি বলেন, গতকাল হাফিজ ইব্রাহীম আমাকে ফোন করে বলেছিল, আমরা বাসা থেকে বের হতে পারছি না। বাসায় বাজার পর্যন্ত করতে পারি না। আমি উত্তরে বলেছিলাম, তোমরা ২০০১ সালে যে নির্যাতন অত্যাচার করেছ তারা আজ তোমাদের প্রতিহত করছে। আমরা কী করব। আমরা ক্ষমতায় থাকলে দেশের মঙ্গল হয়। আমরা রাজনীতি করি মানুষের মঙ্গলের জন্য। আর বিএনপি রাজনীতি করে অত্যাচার নির্যাতন করার জন্য। হাফিজ ইব্রাহীম কায়োবাদকে হত্যা করে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে। তারা স্বাধীনতা বিরোধীদের গাড়িতে দিয়েছে পতাকা আর আমাদের হাতে পরিয়েছে হাতকড়া। আমরা গ্রামকে শহরে রূপান্তর করেছি আগামীতে আরো উন্নয়ন করব।
ড. কামাল স্বাধীনতা বিরোধী খুনিদের সাথে হাত মিলিয়ে এখন পাগল হয়ে গিয়েছেন। আমরা যে উন্নয়ন করেছি আগামী নির্বাচনে দুই তৃতীয়াংশ আসন পেয়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করব শেখ হাসিনা হবেন প্রধানমন্ত্রী। বিজয় আমাদের সুনিশ্চিত। বিএনপির পরাজয় কেউ ঠেকাতে পারবে না। তারা ঘরে ঢুকে গেছে আর ঘর থেকে বের হতে পারবে না। আগামী ৩০ তারিখের নির্বাচনে বিজয়ী হলে ভোলা হবে সিঙ্গাপুর। ভোলা জেলা হবে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ জেলা। ভোলা-বরিশাল ব্রীজ নির্মাণের ফলে ভোলা বাংলাদেশর মূল ভূখন্ডের সাথে জড়িত হবে। তাই ভোলার উন্নয়নে ৩০ তারিখে ভোলা-২ আসনে আলী আযম মুকুলকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহব্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আযম মুকুল। তিনি তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহব্বান জানান। বক্তব্য রাখেন সাবেক উপজেলা আ›লীগ সভাপতি আবুল কালাম, বাণিজ্যমন্ত্রীর মেয়ে ডা. তাসলিমা আহমেদ মুন্নি, জামাতা ডা. তৌহিদুর রহমান তুহিন, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রফিকলি ইসলাম, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান ও আ.লীগ সাংগঠনিক সম্পাদক রাসেলুর রহমান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।