পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপির মহাসচিব ও বগুড়া সদর- ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর ঠিক হবে দেশে গনতন্ত্র থাকবে কিনা , বেগম খালেদা জিয়া কারাগার থেকে বেরিয়ে আসতে পারবেন কিনা? মির্জা ফখরুল গতকাল বুধবার বগুড়া সদরের বাঘোপাড়া হাজী দানেশ উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হলে, বেগম খালেদা জিয়ার মুক্তি চাইলে ৩০ তারিখে আপনাদের সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিত হতে হবে। ধানের শীষে ভোট দিতে হবে। আপনাদের এক একটি ভোটেই সেদিন ঠিক হবে আগামীর বাংলাদেশে গণতন্ত্র থাকবে কিনা? বগুড়া সদর থানা বিএনপি সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় মির্জা ফখরুল ছাড়াও আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হনো, বগুড়া শহর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান বকুল প্রমুখ নের্তৃবৃন্দ।
সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনসভায় উপস্থিত বিপুল সংখ্যক মানুষকে উদ্দেশ্য করে বলেন, আমি এখানে প্রার্থী নই, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিনিধি মাত্র। ৭৩ বছর বয়সী আমাদের নেত্রী কারাগারে অসুস্থ্য হয়ে পড়েছেন। তাই তাকে মুক্ত করতে হলে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। সব ধরনের হুমকি উপেক্ষা করে ভোট কেন্দ্রে যেতে হবে। নিজের ভোট দেওয়া ছাড়াও ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিতে হবে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।