Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক একটি ভোটই নির্ধারণ করবে গণতন্ত্র থাকবে কি না

বগুড়ায় নির্বাচনী জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মহসিন রাজু, বগুড়া থেকে | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বিএনপির মহাসচিব ও বগুড়া সদর- ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর ঠিক হবে দেশে গনতন্ত্র থাকবে কিনা , বেগম খালেদা জিয়া কারাগার থেকে বেরিয়ে আসতে পারবেন কিনা? মির্জা ফখরুল গতকাল বুধবার বগুড়া সদরের বাঘোপাড়া হাজী দানেশ উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হলে, বেগম খালেদা জিয়ার মুক্তি চাইলে ৩০ তারিখে আপনাদের সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিত হতে হবে। ধানের শীষে ভোট দিতে হবে। আপনাদের এক একটি ভোটেই সেদিন ঠিক হবে আগামীর বাংলাদেশে গণতন্ত্র থাকবে কিনা? বগুড়া সদর থানা বিএনপি সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় মির্জা ফখরুল ছাড়াও আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হনো, বগুড়া শহর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান বকুল প্রমুখ নের্তৃবৃন্দ।
সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনসভায় উপস্থিত বিপুল সংখ্যক মানুষকে উদ্দেশ্য করে বলেন, আমি এখানে প্রার্থী নই, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিনিধি মাত্র। ৭৩ বছর বয়সী আমাদের নেত্রী কারাগারে অসুস্থ্য হয়ে পড়েছেন। তাই তাকে মুক্ত করতে হলে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। সব ধরনের হুমকি উপেক্ষা করে ভোট কেন্দ্রে যেতে হবে। নিজের ভোট দেওয়া ছাড়াও ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিতে হবে ।



 

Show all comments
  • Mustafa Ahsan ২৭ ডিসেম্বর, ২০১৮, ৭:২৪ এএম says : 0
    সবাইকে মনে রাকতে হবে আওয়ামি গুন্ডারা প্রচন্ড ভয় থেকেই তাদের হিংস্রতার সাহায্যে জনগনকে ভয় দেখাতে চাইছে সবাইকে ভয়কে জয় করতে হবে ।দেশের সবচেয় জনপ্রিয় নেত্রীকে কারাগারে আটকে রেখেছে ভয় থেকেই তারা জানে না বন্দি বেগম জিয়া জনগনের মনে কত শক্তিশালী ভাবে চিরসতায়ী আসনে আসিন তিরিশ তারিখ একটি দিন কষ্ট করে যেমনিভাবে হোক বুঝিয়ে দিন জনতার সম্মিলিত বাধার কাছে মেশিন গানধারি পাকিস্তানি হায়েনারাও পরাজিত হয়েছে আর এরাতো নৈতিকভাবে চোরের আর ভোট ডাকাতদের দল এদের কতটুকু নৈতিক অবক্ষয় হয়েছে যার জন্য ৭৩ বৎসর বয়েসের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী কে মিতথ্যা অভিযোগে জামিন হওয়ার পরও মামলার পর নুতন নুতন মামলা দিয়ে.. নির্জন কারাগারে অমানবিক ভাবে আটকে রেখেছে,সারাদেশ এবং জনগনের মুক্তির একটাই সুযোগ ৩০শে ডিসেম্বর ২০১৮ তাই নারী পুরুষ নিরবিশেষে গর্জে উঠুক বাংলাদেশ একমাত্র জনগনই পারে জালিম মুক্ত শোষন মুক্ত গূম মুক্ত হত্যায় লিপ্ত আওয়ামি লুটেরা দের কাছ থেকে প্রিয় জন্ম ভূমিকে প্রিয় মাত্রিভূমিকে রক্ষা করতে।বিজয় মানুষের হবেই অমানুষদের নয় ইনশেআললাহ ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ