Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সঙ্ঘাত গ্রেফতার চলছেই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। রাজধানী থেকে শুরু করে দেশের প্রায় প্রতিটি সংসদীয় আসনেই ছড়িয়ে পড়ছে সঙ্ঘাত। হামলা শুধু কর্মী-সমর্থকদের মধ্যে সীমাবদ্ধ নেই, খোদ প্রার্থীরাও এর শিকার হচ্ছেন। দলীয় অফিস বা নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হচ্ছে। মিছিলে চালানো হচ্ছে সশস্ত্র হামলা। কোথাও কোথাও সঙ্ঘাত-সহিংসতা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এসব হামলায় তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিরোধী দলের প্রার্থী ও সমর্থকরা। তবে কয়েকটি জায়গায় ক্ষমতাসীন দলের নির্বাচনী ক্যাম্পেও হামলার ঘটনা ঘটেছে । সেনাবাহিনী মাঠে নামার পরও পরিস্থিতির পরির্বতন হচ্ছে না।
গতকাল বিভিন্ন আসনে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটে। পাবনায় বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলা করেছে দুর্বৃত্তরা।এতে হাবিবসহ ১০ জন আহত হয়। তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় নেয়া হয়েছে। মাদারীপুরে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বিএনপি প্রার্থীর গাড়ি, বাড়ি-ঘর ভাঙচুর করা হয়। এসময় আহত হয় ১০ নেতাকর্মী। কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির নেতার বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ঝালকাঠির-১ রাজাপুরে নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। হামলা পাশাপাশি থেমে নেই মামলা ও গ্রেফতার। দেশের বিভিন্ন স্থানে দুই শতাধিক নেতাকর্মীকে আটক করার খবর পাওয়া গেছে। এরমধ্যে বগুড়ায় একরাতেই গ্রেফতার ৭০, সাতক্ষারী ৭৫ জন।
পাবনায় বিএনপি প্রার্থী হাবিবসহ আহত ১০, আটক ৮
পাবনা-৪ আসনে বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলা করেছে দুর্বৃত্তরা। হামলায় বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় আরো ১০ জন কমবেশী আহত হয়েছেন । হাবিবের কোমড়ের নীচে ও পায়ে জখম করা হয়েছে। আহত হাবিবুর রহমান হাবিবকে উন্নত চিকিৎসার জন্যে পাবনা থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় নেয়া হয়েছে। এ ঘটনায় ৮জনকে আটক করা হয়েছে।
রাজাপুরে নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন
ঝালকাঠির-১ রাজাপুরে নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিকান্ডের ঘটনায় নির্বাচনী কার্যালয়ে থাকা ১৫টি চেয়ার, ২টি টেবিল, ব্যানার ও পোষ্টারসহ কার্যালয়ের একাংশ পুড়ে গেছে।
ঠাকুরগাঁওয়ে ধানের শীষ প্রচারণায় বাধা
ঠাকুরগাঁওয়ে ধানের শীষ প্রচরণায় ক্ষমতাশীন দলের লোকজন বাধা দিচ্ছে বলে অভিযোগ বিএনপির। প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপিবিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তার স্ত্রী দলীয় নেতাকর্মীদের নিয়ে পৌর শহরের বসিরপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান। এসময় কিছু উশৃংখল যুবক তাদের ক্যাম্পেইনে বাধা দেয়।
মাদারীপুরে বিএনপি প্রার্থীর বাড়ি-ঘর ভাংচুর : আহত ১০
আমগ্রাম ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান টিপুর নেতৃত্বে একাদশ জাতীয় নির্বাচনে মাদারীপুর-২ আসনে বিএনপি প্রার্থী মিল্টন বৈদ্যর বাড়িতে হামলা চালিয়ে ঘর-বাড়ি, গাড়ি ভাঙচুর করে লুটপাটের ঘটনা ঘটে। এসময় হামলায় অন্তত ১০ জন সমর্থক আহত হয়।
কুমিল্লায় বিএনপির নেতার বাড়িতে আগুন
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউপির ছুপুয়া উত্তর পাড়া গ্রামে বিএনপির নেতা ও সাবেক ইউপি সদস্য আবুল কামালের বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
নওগাঁয় প্রচারণায় হামলা
নওগাঁ-৬ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির বলেন, আত্রাইয়ে ভোটের সেন্টার এজেন্টদের নিয়ে আমার মিটিং শেষে ফেরার পথে আমার গাড়ীর উপর হামলায় ১০জন নেতাকর্মী আহত হয়।
যশোর বিএনপি’র সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ আটক ১৪
যশোর জেলা বিএনপিসাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে নাশকতার মামলার গ্রেফতার করা হয়েছে। ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। বলেছেন, নির্বাচনে তার পাশে থাকতে পারছে না দলের পদধারী নেতারা। গণসংযোগ, মতবিনিময়, সংবাদ সম্মেলনে অংশ নিলে পুলিশ তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার করছে। এদিকে, যশোরের অভয়নগর থানা পুলিশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, বিএনপি নেতা ইমাদ উদ্দিন গাজীসহ ১২জন বিএনপি নেতা কর্মীকে আটক করেছে।
ভৈরবে আহত ১
ভৈরবে দূর্বৃত্তদের হামলায় আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রফিক রক্তাক্ত আহত হয়েছেন। তিনি বর্তমানে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবেই ধারণা করা হয়।
বগুড়ায় একরাতেই গ্রেফতার ৭০
বগুড়ায় পুলিশী অভিযানে একরাতে সর্বাধিক সংখ্যক ৭০ জনকে গ্রেফতার হয়েছে। এরমধ্যে সর্বাধিক গ্রেফতার করা হয়েছে শিবগঞ্জ থানায়। সেখানে বিভিন্ন অভিযোগে ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেছেন, ভীতিকর পরিবেশ সৃষ্টি করতেই পুলিশ এই অভিযান চালু করেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় ঐক্যফ্রন্ট প্রার্থীর বাসায় পুলিশের অভিযান : আটক ১২
ঐক্যফ্রন্ট প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের শহরের পুনিয়াউটস্থ বাস ভবনে সদর উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইলের নেতৃত্বে অভিযানে পুলিশ ও বিজিবি অংশ নেয়। এসময় বাড়ির বিভিন্ন স্টিল আলমারীসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ ও ল্যাপটপ এবং সিসিটিভি মনিটরিং সিস্টেম নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে শ্যামলের বাসা থেকে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবিএম মোমিনুল হকসহ ১২জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
চাটখিলে বিএনপি নেতাসহ গ্রেফতার ১০
চাটখিল থানা পুলিশ পৌর বিএনপি’র সহ সাধারন সম্পাদক আহছানুল হক মাসুদসহ ১০জনকে গ্রেফতার করেছে।
গাজীপুরে উপজেলা চেয়ারম্যানসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার ২২
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪, কাপাসিয়া আসনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমসহ বিভিন্ন পর্যায়ের ৬৪ নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
লালমনিরহাটে ইউপি চেয়ারম্যান আটক
লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউপি চেয়ারম্যান ও বিএনপিতে সদ্য যোগদানকারী রফিকুল ইসলাম রফিককে (৫২) গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ।
সিংড়ায় আটক ৭
নাটোর-৩ সিংড়া আসনে বিএনপির নেতা কর্মীরা হামলা-মামলা ও গ্রেফতার আতংকে দিশেহারা। বিস্ফোরক উপাদানবলী আইনে একটি মামলায় বিএনপির দুই নেতাসহ কমপক্ষে ৭জনকে গ্রেফতার করা হয়েছে।
পাঁচবিবিতে বিএনপি নেতা রাব্বু আটক
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বুসহ১৬ জন আটক করেছে পুলিশ ।
জকিগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ কারাগারে ৮
সিলেটের জকিগঞ্জের বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা মোস্তাক আহমদ চৌধুরী সহ বিএনপির ৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ