পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে মতিঝিল চেম্বারে দেখা করেছেন পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
আজ দুপুর ১২ টা ৩০ মিনিটে মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেনের নেতৃত্বে ৫/৬ জন পুলিশের এক প্রতিনিধি দল তার সাক্ষাতে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন গণফোরামের গণমাধ্যম সমন্বয়ক লতিফুল বারি হামিম।
সাক্ষাত শেষে সাংবাদিকদের পুলিশ জানায়, নিয়মিত ডিউটির অংশ হিসেবে ড. কামালের চেম্বারে এসেছি। ড. কামালের নিরাপত্তার দরকার আছে কিনা জানতে চাইলে ড. কামাল পুলিশকে জানিয়েছে, আমার নিরাপত্তার দরকার নেই। যদি দেন তবে আপত্তি নেই। এছাড়া যেখানে প্রার্থীদের ওপর হামলা হচ্ছে সেখানে নিরাপত্তা দেন। নিরাপত্তার বিষয়ে ডিএমপি কমিশনার কামালের চেম্বারে আসতে চাওয়া ও পুলিশ সদস্যদের সাক্ষাতের জন্য ধন্যবাদ জানান ড. কামাল হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।