Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঐক্যফ্রন্টের ব্যর্থ নেতা হিসেবে ড. কামালের পদত্যাগ দাবি সেতুর মন্ত্রীর

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৮, ১:২২ পিএম

আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। সারাদেশে উন্নয়নের জোয়ার চলছে। উন্নয়নের মার্কা নৌকা নৌকার বিকল্প নেই। তিনি আরও বলেন,ড. কামাল সাহেব সিইসির পদত্যাগ এর আগেও ছেয়েছেন তিনি যদি সিইসির পদত্যাগই চান তাহলে তার সাথে আলোচনা করতে যান কেন। সিইসি এভাবে নিয়োগ হয়নি মাহামান্য রাষ্টপ্রতির সাজর্চ কমিটির মাধ্যমে নিয়োগ হয়েছে। সিইসির পদত্যাগ নয়, ঐক্যফ্রন্টের ব্যর্থ নেতা হিসেবে ড. কামালের পদত্যাগ চাই। তিনি আরো বলেন, ড. কামালও এখন তারেক রহমানের পরামশে চলেন। যার শশুর বাড়ী পাকিস্তান তিনি কি করে এ দেশের হতে পারে তার মন পড়ে আছে পাকিস্তানে তাই আমি পরামশ দিবো আপনিও পাকিস্তানে চলে যান। বুধবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে আ’লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান বক্তা ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মিজানুর রহমান, মিয়াবাজার কলেজের অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সদস্য কামাল উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, আ’লীগ নেতা এডভোকেট আবদুল মান্নান ভুঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সেক্রেটারী লোকমান হোসেন রুবেল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, উজিরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মিয়া নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মিয়া নিজাম উদ্দিন। এসময় উপজেলা আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 



 

Show all comments
  • রুবেল ২৬ ডিসেম্বর, ২০১৮, ২:৩১ পিএম says : 0
    আপনারা এমুন দলীয় সরকারএ অধীনে নির্বাচন মেনে নিতেন বলেন জাতি জানতে চায় ।।
    Total Reply(0) Reply
  • Nannu chowhan ২৬ ডিসেম্বর, ২০১৮, ৩:৪৫ পিএম says : 0
    Jongone Aowamiligke chaina eai jonno birodhider mere dhore jele vore nijera jonogoner kase vot chan ar bolen naoka onnoyoner joare vashse si si si.Apnara rajnitibid naki shontrashi ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ