পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণতন্ত্রের জাদুকর বলে আখ্যা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গণতন্ত্রের ম্যাজিশিয়ান হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ম্যাজিকে সারাদেশে নৌকার জয়জয়কার। কারণ, নৌকা উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে জনগণ কিছু পায়, দেশের উন্নয়ন হয়। গতকাল দুপুর ১২টায় বেগমগঞ্জ চৌরাস্তায় নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের নৌকার প্রার্থী মামুনুর রশীদ কিরণের সমর্থনে এক পথসভায় এসব কথা বলেন তিনি। নৌকায় ভোট চেয়ে ওবায়দুল কাদের বলেন, কাজ যারা করেছে তাদের ভুল হতে পারে। যদি কোনও নেতাকর্মীর আচরণে কষ্ট পেয়ে থাকেন তাদের ভুলত্রুটি ক্ষমা করবেন। আমরা ভুল সংশোধন করবো, অতীতের ভুল থেকে শিক্ষা নেবো।
বিকল্প কোনও পথে আমরা ক্ষমতা চাই না মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে আন্দোলন সংগ্রাম করে এসেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, বন্দুকের নলে নয়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর অনেক আন্দোলন সংগ্রাম করে, গণতন্ত্রের মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছি।
তিনি বলেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য। অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, গণতন্ত্র ছাড়া সমৃদ্ধি হয় না। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই দেশ সমৃদ্ধ হচ্ছে। তিনি আরও বলেন, চট্টগ্রাম বিভাগের ৬৯ বছরের ইতিহাসে নেত্রী আমাকেই প্রথম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করেছেন। এতে নোয়াখালীবাসী সম্মানিত হয়েছে। আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে নেত্রীকে সম্মানিত করার আহ্বান জানান। #
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।