Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে প্রচারণায় বিএনপির প্রার্থী মাসুদা মোমেন

বগুড়া-৩ আসন

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

অবশেষে গতকাল মঙ্গলবার সকালে বিশাল শোডাউনের মধ্যে দিয়ে শুরু হলো বগুড়া ৩ আসনে বিএনপি প্রার্থী মাসুদা মোমেনের ধানের শীষ প্রতীকের প্রচারণা। আইনি জটিলতায় এ আসনে বিএনপির প্রার্থিতা স্থগিত করে রাখা হয়। একপর্যায়ে মাসুদা মোমেন হাইকোর্টে রিট করলে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের নির্দেশ প্রদানের পরও জেলা রিটার্নিং অফিস থেকে মার্কা পেতে বিলম্ব হয়। সোমবার সন্ধ্যায় তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হলে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সান্তাহার শহরে বিশাল শোডাউনের মধ্যে দিয়ে প্রচারণা শুরু করেন মাসুদা মোমেন। স্থানীয় দলীয় কার্যালয় থেকে শোডাউনটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন এমপি প্রার্থী মাসুদ মোমেন, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি উপজেলা চেয়াম্যোন আব্দুর মহিত তালুকদার, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ফিরোজ মো. কাসরুল হাসান, সাধারণ সম্পাদক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান মিঠু, দুপচাচিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুর হামিদ বিএনপি নেতা ভাইস চেয়াম্যান মিন্টু, যুবদল নেতা মামুন, ছাত্রদল নেতা লিটনসহ বিএনপি ও এর সকাল অংগসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ