Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্তমান সিইসি মেরুদন্ডহীন ও অন্ধ

ভোলায় পীর সাহেব চরমোনাই

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বর্তমান সিইসি মেরুদন্ডহীন ও অন্ধ। তাই তিনি সারা দেশে লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছেন। অথচ দেশে বিরোধী দলীয় নেতাকর্মীরা মাঠে নামতে পারে না, নিজের এলাকায় জনগনের কাছে ভোট চাইতে পারে না। বিরোধী দলীয় প্রার্থীদের পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে। পোস্টার, মাইকিং করতে পারতে পারেনা। অফিসে আগুন দেওয়া হচ্ছে, কর্মীদের মারধর করা হচ্ছে। আর বর্তমান সিইসি লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছে। গত সোমবার সন্ধ্যায় ভোলা সরকারি স্কুল মাঠে ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশে ইসলামী আন্দোলনের সমর্থনে ব্যাপক জনমত তৈরি হয়েছে। বাংলার মানুষ এখন আর লুটেরা, দুর্নীতিগ্রস্তদের ক্ষমতায় দেখতে চায় না। যারা ক্ষমতায় টিকে থাকার জন্য অথবা ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ হত্যা করে তারা কখনো জনদরদি, দেশপ্রেমিক এবং জনগনের বন্ধু হতে পারে না।
বর্তমানে জনগন চায় সৎ, দুর্নীতি মুক্ত দেশ দরদী ব্যাক্তিকে ক্ষমতায় বসাতে। তাই সারাদেশে ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে, হাত পাখার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩য় শক্তিতে পরিণত হয়েছে।
এসময় তিনি ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকে ভোট চান। ইসলামী আন্দোলন ভোলা জেলার সিনিয়র সহ-সভাপতি মাও: তাজউদ্দিন ফারুকীর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন ভোলা-১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ইয়াসিন নবীপুরি, ভোলা-২ আসনের প্রার্থী মাও: ওবায়দুর রহমান বীন মোস্তফা, ভোলা-৩ আসনের প্রার্থী হাফেজ মাও: মোসলেহ উদ্দিন, ভোলা জেলা সাধারন সম্পাদক মাও: তরিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে বিকেলে বোরহান উদ্দিন এবং দৌলতাখান বাজারে পথসভায় বক্তব্য রাখেন মুফতি রেজাউল করিম। সেখানে তিনি হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য জনসাধারনকে আহ্বান জানান।
পথসভায় এটিএম হেমায়েত উদ্দিন
এদিকে স্টাফ রিপোর্টার জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও নির্বাচন মনিটরিং সেল এর আহ্বায়ক অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে দেশ কঠিন বিপর্যয়ের মুখে পড়বে। বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। বাংলাদেশ অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। তিনি গতকাল খিলগাঁও গোড়ানে ঢাকা-৯ আসনের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঢাকা-৯ আসনের হাতপাখার প্রার্থী অ্যাভোকেট সরদার মানিক মিয়ার সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক নাসির উদ্দিন, ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ প্রমুখ। এছাড়া নিউমার্কেট কাঁচা বাজারে ঢাকা-১০ আসনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর দক্ষিণ সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া। তিনি বলেন, হাতপাখা প্রতীকের প্রার্থী যেমন সর্বাধিক জনসমর্থিত, সুজনের প্রতিবেদন অনুযায়ী শিক্ষাগত যোগ্যতায়ও এগিয়ে। তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হাতপাখায় ভোট দেয়ার আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন ঢাকা-১০ আসনের প্রার্থী মজুমদার আলহাজ্ব আব্দুল আউয়াল। ঢাকা-৫ আসনের অপর এক পথসভা ও প্রচার মিছিল যাত্রাবাড়ীতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা-৫ আসনের প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ