Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচন থেকে সরব না

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

যতই হামলা, মামলা ও নির্যাতন হোক না কেন ৩০ ডিসেম্বরের নির্বাচন থেকে সরে যাবেন না জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-১০ আসনের ধানের শীষের প্রার্থী আবদুল্লাহ আল নোমান বলেছেন, জনগণ আমাদের সাথেই আছে এবং থাকবে। তিনি গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে অভিযোগ করেন পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসী হামলার কারণে তিনি হালিশহর থানার রামপুর ওয়ার্ডে পূর্ব নির্ধারিত গণ-সংযোগ কর্মসূচি চালাতে পারেননি।
রামপুর ওয়ার্ডের রুপসা বেকারী ও বড়পুকুর পাড় থেকে পূর্ব নির্ধারিত গণ-সংযোগ কর্মসূচি শুরু করার কথা থাকলেও তিনি যাওয়ার আগেই সরকার দলীয় সন্ত্রাসীরা সেখানে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায়। এরপর বিএনপি নেতাকর্মীদের বাসাবাড়ীতে পুলিশি অভিযান শুরু হয়। রামপুর ওয়ার্ড বিএনপির সাংগাঠনিক সম্পাদক সাইদুল আলম সওদাগর, ওয়ার্ড বিএনপিসাধারণ সম্পাদক আলী হায়দারের বড় ভাই আলী আকবরকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। অভিযানের সময় পুলিশ আলী হায়দারের বাসার আসবাবপত্র তছনছ করেছে। একই এলাকা থেকে পুলিশ চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য হাজী মহসীন আলীকে গ্রেফতার করেছে।
আবদুল্লাহ আল নোমান বলেন, পুলিশ আমাদের প্রতিপক্ষ নয়, কিন্তু ক্ষমতাসীন দল পুলিশকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে। পৃথিবীতে কোন সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একদলীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করে বেশীদিন টিকে থাকতে পারেনি, সুতরাং আওয়ামী লীগও পারবে না। তিনি বলেন, যতই হামলা, মামলা ও নির্যাতন হোক না কেন জনগণ আমাদের সাথে আছে এবং থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ