পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নির্বাচনের সময় যানবাহন চলাচলের ক্ষেত্রে নির্বাচন কমিশন ঘোষিত বিধিনিষেধ শিথিল করার অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এই আহ্বান জানান।
এইচ টি ইমাম বলেন, ‘জনগণের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, এমন কোনও বিধিনিষেধ আমরা সমর্থন করি না। আমাদের প্রস্তাব হচ্ছে, ভোটকেন্দ্রের ১০০ গজ দূরত্বে যানবাহন চলাফেরা ও অবস্থান করতে পারে, এমন নির্দেশনা জারি করা প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা সাংবাদিকদের মোটরসাইকেল যেন স্টিকারসহ চলাফেরা করতে পারে, সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরও বলেন, ‘আমরা আশা করি ৩০ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।