পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সাংবাদিকদের ওপর হামলায় ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে আইন সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম। মঙ্গলবার ফোরামের সভাপতি সাঈদ আহমেদ খান ও সাধারণ সম্পাদক হাসান জাবেদ এক বিবৃতিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এ দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা সাংবাদিক সমাজকে আতঙ্কিত করে। এটা পেশাদার সাংবাদিকদের জন্য হুমকিস্বরূপ। এর অবসানের জন্য রাষ্ট্র ও সরকারের দায়িত্ব নিয়ে এগিয়ে আসা উচিত। পুলিশের কাজ হলো জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। সেখানে সঠিক সময়ে পুলিশের সহযোগিতা পাওয়া যায়নি। এটা কখনোই রাষ্ট্রের জন্য শুভ লক্ষণ নয়। নেতারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে একাদশ নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নবাবগঞ্জে রাতে সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন ল’রিপোর্টার্স ফোরামের সদস্য মিজান মালিক ও আব্দুল্লাহ তুহিনসহ বেশ কয়েকজন সাংবাদিক। সন্ত্রাসীরা গণমাধ্যমের বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।