Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের শাস্তি দাবি-ল রিপোর্টার্স ফোরামের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ৭:৪৪ পিএম

সাংবাদিকদের ওপর হামলায় ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে আইন সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম। মঙ্গলবার ফোরামের সভাপতি সাঈদ আহমেদ খান ও সাধারণ সম্পাদক হাসান জাবেদ এক বিবৃতিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এ দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা সাংবাদিক সমাজকে আতঙ্কিত করে। এটা পেশাদার সাংবাদিকদের জন্য হুমকিস্বরূপ। এর অবসানের জন্য রাষ্ট্র ও সরকারের দায়িত্ব নিয়ে এগিয়ে আসা উচিত। পুলিশের কাজ হলো জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। সেখানে সঠিক সময়ে পুলিশের সহযোগিতা পাওয়া যায়নি। এটা কখনোই রাষ্ট্রের জন্য শুভ লক্ষণ নয়। নেতারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে একাদশ নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নবাবগঞ্জে রাতে সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন ল’রিপোর্টার্স ফোরামের সদস্য মিজান মালিক ও আব্দুল্লাহ তুহিনসহ বেশ কয়েকজন সাংবাদিক। সন্ত্রাসীরা গণমাধ্যমের বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করে।

 



 

Show all comments
  • Md ২৫ ডিসেম্বর, ২০১৮, ৮:১২ পিএম says : 0
    Digital
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ল রিপোর্টার্স ফোরাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ