Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবার ক্ষমতায় গেলে অতীতের ভুলগুলো সংশোধন করা হবে: ওবায়দুল কাদের

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ২:১১ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আবার ক্ষমতায় গেলে অতীতের ভুলগুলো সংশোধন করা হবে। দেশের উন্নয়ন করতে গিয়ে কিছু ভুল হয়েছে, নানারকম আচরণে কেউ কেউ কষ্ট পেয়েছেন। চাঁদেরও কলঙ্ক আছে আর আমরা তো মানুষ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাই।’

মঙ্গলবার দুপুর ১২টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা মোড়ে আওয়ামী লীগের এমপি প্রার্থী মামুনুর রশীদ কিরণের সমর্থনে পথসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ঘরে ঘরে বিদ্যুৎ এবং বছরের প্রথম দিনে বই দিয়ে বর্তমান সরকার প্রতিশ্রুতি রক্ষা করেছে। আর বিএনপি দেয় ভুয়া প্রতিশ্রুতি। মাত্র তিনদিন আছে। বিএনপির উস্কানির ফাঁদে পা দেবেন না। অগ্নিপরীক্ষা দিতে হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে এটাই আমার প্রথম নির্বাচন। নোয়াখালীবাসী দেখিয়ে দিন যে, আমরা নৌকার পক্ষে আছি, উন্নয়নের পক্ষে আছি। আবার ক্ষমতায় এলে ঘরে ঘরে গ্যাস সংযোগ এবং প্রত্যেক পরিবার থেকে একজনকে চাকরি দেওয়া হবে।’



 

Show all comments
  • M. Zakir Hossain ২৫ ডিসেম্বর, ২০১৮, ২:৩৫ পিএম says : 0
    জনাব এভাবে কান্নাকাটি করবেন না। আপনাদের কান্নাকাটি দেখলে আমাদের সম্মানিত পুলিশ ভাইয়েরা লজ্জা পান, এতে করে তারা মনোবল হারিয়ে ফেলবেন। তাদের কে সাহস যোগান, উৎসাহ দিন। যতোই ভুল করে থাকেন না কেন তারা সাথে থাকলে কোন ই সমস্যা নেই। বিজয় আপনাদের সুনিশ্চিত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ