Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে লাঙল-ধানের শীষ সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ১:৫০ পিএম

রাজধানী ঢাকার শ্যামপুরে লাঙল প্রতীকের মহাজোট প্রার্থী আবু হোসেন বাবলা ও ধানের শীষ প্রতীকের জাতীয় ঐক্যজোট প্রার্থী সালাহ উদ্দিন আহমদের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ ৬ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শ্যামপুর লাল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে নির্বাচনী প্রচারণার জন্যে কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগে বের হন ধানের শীষের প্রার্থী সালাহ উদ্দিন। এর কিছুক্ষণ পরই মহাজোটের প্রার্থী আবু হোসেন বাবলার কর্মী সমর্থকেরাও একটি মিছিল বের করে।
মিছিলটি এক পর্যায়ে মুখোমুখি অবস্থান নিলে উভয়পক্ষের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ছয় বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শ্যামপুর জোনের সহকারী কমিশনার (এসি) ফয়সাল মাহমুদ সাংবাদিকদের জানান, মিছিলটি শুরুর সময়ই নিরাপত্তার স্বার্থে আমরা ধানের শীষের লোকজনকে বাধা দিই। কিন্তু তারা আমাদের কথা শোনেননি। এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে।
এ সময় ঘটনাস্থলে থাকা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সালাহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে প্রচারণা করতে গিয়েছিলাম। কিন্তু বিনা উসকানিতে এবং পুলিশের ইঙ্গিতে লাঙল প্রতীকের লোকেরা আমাদের ওপর হামলা করে।
এতে বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ