পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের বিভিন্ন সংসদীয় এলাকায় হাতপাখার প্রার্থী কর্মী সমর্থকদের হুমকি, পিস্তল ঠেকানো, প্রার্থীতা প্রত্যাহারের হুমকি দেয়ার প্রতিবাদে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে। গতকাল বেলা ৩টায় দলের যুগ্ম-মহাসচিব মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে সিইসির কাছে এ অভিযোগপত্র দিয়েছেন। অভিযোগপত্রে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকলের সমান সুযোগ নিশ্চিত এবং তদন্তের দাবিসহ নির্বাচনকে গ্রহণযোগ্য করে জনগনের প্রত্যাশা পূরণের দাবি করা হয়। প্রতিনিধিদলে ছিলেন মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ঢাকা-৮ আসনের প্রার্থী মুক্তিযোদ্ধা মাওলানা আবুল কাশেম, কৃষক-মজুর আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম করীব প্রমুখ।
উত্থাপিত অভিযোগ সমুহের মধ্যে রয়েছে, ভান্ডারিয়া উপজেলার সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান কর্তৃক পোলিং এজেন্ট না দেয়ার হুমকি। বরিশাল সদরে কর্মীর মাথা থেতলে দেয়া। খুলনা সদরে প্রার্থী ও সমর্থকদের শারীরিকভাবে লাঞ্ছনা। সিরাজগঞ্জ সদর সোনগাছা বাজার থেকে প্রার্থীকে কিডন্যাপ, নাটুয়ারপাড়া নির্বাচন ক্যাম্প ও ঝিনাইদহ বিশাইখালী বাজারের পাশে মাইক ভাঙচুর। আন্ডারচর ইউনিয়নের বাংলাবাজারে অফিস ভাঙচুর। যাত্রাবাড়ী থেকে সিএনজি চালক জালাল উদ্দীন ও দোকান থেকে হাজী নূর মোহাম্মদকে ডিবি পুলিশ নিয়ে মিথ্যা মামলা দিয়ে কারাবন্ধী করা। ডেমরার শুকনা টেংরায় কর্মীদের বাড়িতে পুলিশ হানা দিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি। বিভিন্ন এলাকায় নির্বাচনী কাজে পোস্টার লাগাতে বাধা প্রদান ও পোস্টার জ্বালানো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।