পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে ২০ দলীয় জোটের প্রার্থী চাচা কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের পক্ষে ভোটের প্রচার চালাবেন না এমন মুচলেকা দিয়ে গ্রেফতারের ২৪ ঘণ্টা পর ছাড়া পেলেন সাবেক পৌর মেয়র আইয়ুব কুতুবী। চন্দনাইশ পৌর সদরের অটোরিকশা স্ট্যান্ড এলাকা থেকে আইয়ুব কুতুবী এবং গিয়াস উদ্দিন নামে আরেক এলডিপি নেতাকে গ্রেফতার করে পুলিশ। রোববার সন্ধ্যায় আইয়ুব কুতুবীকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। থানার ওসি কেশব চক্রবর্তী বলেন, আইয়ুব কুতুবী বিদেশি নাগরিক হওয়ায় তাকে থানায় না নিয়ে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তার বিরুদ্ধে একটি নাশকতা মামলা থাকলেও ওই মামলা তিনি জামিনে আছেন।
অলি আহমেদের বড় ভাইয়ের ছেলে আইয়ুব কুতুবী সপরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিক। চাচার নির্বাচন উপলক্ষে গত ৩ ডিসেম্বর তিনি বাংলাদেশে আসেন। গত কয়েকদিন ধরে তিনি অলি আহমেদের পক্ষে এলাকায় গণসংযোগ করছিলেন। তিনি সাংবাদিকদের জানান, অলি আহমেদের পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেব না, এই শর্তে আমার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। আইয়ুব কুতুবী উপজেলা এলডিপির সহসভাপতি এবং চন্দনাইশ পৌরসভার সাবেক মেয়র। আর গিয়াস উদ্দিন পৌরসভা এলডিপির সাংগঠনিক সম্পাদক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।