পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কুমিল্লা-৩ আসনে মুরাদনগর ও বাঙ্গরা থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তাদের প্রত্যাহার দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই আসনে বিএনপির প্রার্থী কেএম মুজিবুল হকের কর্মী-সমর্থক, ভোটারদের ওপর পুলিশী প্রশ্রয়ে আওয়ামী লীগের সশস্ত্র লোকজন হামলা করছে বলেও গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করেছেন তিনি।
লিখিত অভিযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মুরাদনগর থানার ওসি এ কে এম মঞ্জুরুল আলম ও বাঙ্গরা থানার ওসি মিজানুর রহমানের ছত্রছায়ায় আওয়ামী লীগের লোকজন বিএনপি প্রার্থীর কর্মী- ভোটারদের ওপর হামলা-মামলা, মারধর, হয়ারনি ও ভয়ভীতি প্রদর্শন করছে। প্রার্থী, নেতাকর্মী ও সমর্থকরা গণসংযোগ এবং প্রচার-প্রচারণা করতে পারছেন না। মুরাদনগর ও বাঙ্গরা থানার দুই ওসি ধানের শীষের প্রচারণায় বাধা দিচ্ছেন বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
অভিযোগে তিনি জানান, দুই ওসি নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেফতার হয়রানির হুমকি দিয়ে এলাকা ছাড়তে বলছেন। একদিকে সরকার দলীয় সন্ত্রাসীদের হামলা, অন্যদিকে পুলিশ প্রশাসনের অন্যায়ভাবে গ্রেফতার হয়রানির কারণে বিএনপি নেতাকর্মীরা গণসংযোগ ও প্রচারণা করতে পারছে না। এমন পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে মুরাদনগর ও বাঙ্গরা থানার দুই ওসিকে জরুরি ভিত্তিতে প্রত্যাহারে বিশেষ অনুরোধ করেন বিএনপির মহাসচিব।
##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।