পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর পাঁচ সমর্থককে আটকের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গতকাল রোববার রাজশাহী জেলা নির্বাচন অফিসে এ অভিযোগ করেছেন মিনুর প্রধান নির্বাচনী এজেন্ট মো. ওয়ালিউল হক রানা।
অভিযোগে বলা হয়েছে, মতিহার থানার চর কাজলা এলাকার আজিজুল হকের ছেলে ধানের শীষে প্রতীকের সমর্থক লালনকে শনিবার রাত ১১টায় কোন মামলা ও ওয়ারেন্ট ছাড়াই নিজ বাসা থেকে গ্রেফতার করে থানা পুলিশ। এছাড়া থানার ডাশমারি এলাকার আব্দুল খালেকের ছেলে রফিকুলকে কোন মামলা ও ওয়ারেন্ট ছাড়াই নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।
একই এলাকার আমজাদ হোসেনের ছেলে ধানের শীষে প্রতীকের সমর্থক রুবেলকে রাতে কোন মামলা ও ওয়ারেন্ট ছাড়াই নিজ বাসা থেকে গ্রেফতার করে থানা পুলিশ।
অন্যদিকে শনিবার বিকাল চারটায় কাশিয়াডাঙ্গা থানাধীন ১নং ওয়ার্ডের ধানের শীষ প্রতীকের সমর্থক মো. জহুরুল, পিতা- মৃত ফকির শেখ, গুড়িপাড়া ক্লাবের মোড় থেকে আটক করে পুলিশ। এছাড়া বৌবাজার আসাম কলোনী এলাকার আ. সালামের ছেলে ধানের শীষ প্রতীকের সমর্থক ইমন শেখকে কোন মামলা ও ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করে চন্দ্রিমা থানা পুলিশ। তাকেও একই দিনে আটক করা হয় বলে অভিযোগ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।