Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইনশাআল্লাহ নৌকার বিজয় আসবে

সিলেটে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী

ইয়াছিন রানা, ফয়সাল আমীন, মিসবাহ উদ্দীন আহমদ, সিলেট থেকে | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং দুর্নীতিবাজ-স্বাধীনতা বিরোধীদের হাত থেকে দেশকে রক্ষায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক নৌকার পক্ষে ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেথ হাসিনা। শেখ হাসিনা বলেছেন, মানুষের ভাগ্য গড়তে কাজ করি, নিজের ভাগ্য গড়তে নয়। তাই আমরা যখন ক্ষমতায় আসি, তখনই দেশের উন্নয়ন হয়, জনগণের কল্যাণ হয়। নৌকা মানে উন্নয়ন, নৌকা মানে স্বাধীনতা। নূহ (আ.) থেকে শুরু করে মানুষের বিপদের বন্ধু ও ভরসার প্রতীক নৌকা। আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাই। ইনশাআল্লাহ বিজয়ের মাসে নৌকার বিজয় আসবে।
তিনি সিলেট বিভাগের মহাজোটের সকল প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ভোট চান এবং আগামীতে লাঙ্গল প্রতীকের প্রার্থীদের নৌকায় নিয়ে আসা হবে বলেও জানান। এছাড়া সাজাপ্রাপ্ত পতালক আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে এনে তার সাজা কার্যকর করার কথাও বলেন।
গতকাল সিলেটের চৌহাট্টস্থ আলিয়া মাদরাসা মাঠে সিলেট মহানগর ও জেলা আওয়ামী লীগের আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। বিকাল ৪টা ৩ মিনিট থেকে আধা ঘন্টারও বেশি বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এছাড়াও সিলেট নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের পরিচালনায় ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে সভায় সিলেট জেলার বিভিন্ন আসনের প্রার্থীরা বক্তব্য রাখেন।
এর আগে বেলা এগারোটায় বিমান যোগে সিলেট আসেন শেখ হাসিনা। বেলা সাড়ে ১১টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি প্রথমে হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত করেন শেখ হাসিনা। হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করে কিছুসময় অবস্থান করে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। এরপর দুপুরের খাবার ও নামাজ শেষে সোয়া ৩টায় সমাবেশে উপস্থিত হন। উল্লেখ্য, প্রতিবার নির্বাচনে আওয়ামী লীগ সিলেটের শাহ জালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু হলেও এবার ১২ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ জাতির জনক শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের মাধ্যমে দলের নির্বাচনী প্রচারণা শুরু করেন শেখ হাসিনা
সিলটের এই জনসভায় আওয়ামী লীগ সভাপতি বলেন, সিলেট বিভাগীয় শহর হিসেবে সকল সুবিধা পাবে। ঢাকা-সিলেট হাইওয়ে ফোর লেনে উন্নীত করা হবে। এছাড়া সিলেট অঞ্চলে আওয়ামী লীগর নানা উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ শুরু থেকেই জনগণের অধিকারের জন্য কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশে উন্নয়নের জোয়ার বইছে। উন্নয়নের জোয়ার সিলেটেও এসেছে। আমরা সিলেট বিভাগে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করেছি। প্রতিটি এলাকায় বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। আমরা ১৬শ’ মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে শুরু করেছিলাম। এখন ২০ হাজার মেগাওয়াটে উন্নীত করতে পেরেছি। আজ মানুষ বিদ্যুৎ পাচ্ছে, ভাগ্য পরিবর্তন হচ্ছে। সিলেটে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। এখানে দেশি-বিদেশি বিনিয়োগ হবে। প্রবাসী যারা আছেন, তারাও বিনিয়োগ করতে পারবেন। সকলের বিনিয়োগের সুযোগ করে দিচ্ছি, যেখানে কর্মসংস্থান হবে।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, সিলেটের উন্নয়নের জন্য স্কুল, রাস্তাঘাট করে দিয়েছি। গত জানুয়ারিতে এসে অনেক প্রকল্প উদ্বোধন করে যাই। সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। সিলেটের সকল জেলায় যাতে বিশ্ববিদ্যালয় হয়, সরকারি বা বেসরকারি উদ্যোগে বিশ্ববিদ্যালয় করতে উদ্যোগ নিচ্ছি। সিলেট-ঢাকা চারলেন সড়ক দ্রুত শুরু হবে। সিলেট বিভাগের সকল প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করে দিচ্ছি। সিলেটে প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর আওয়ামী লীগ সরকার করে দিয়েছিল। এখন লন্ডন থেকে সরাসরি বিমান দেশে আসে। জলাবদ্ধতা যাতে না হয়, তার ব্যবস্থা করেছি। সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছি, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম করে দিয়েছি। দৃষ্টিনন্দন স্টেডিয়াম এখন অনেকেই দেখতে আসে।
তিনি বলেছেন, আগে চায়ের নিলাম শুধুমাত্র চট্টগ্রামে হতো। আমরা সেই নিলাম সিলেটে যাতে হয়, তার ব্যবস্থা করে দিয়েছি। চা শ্রমিকরা সবসময় নৌকায় ভোট দেয়। তাদেরকে ধন্যবাদ। তাদের উন্নয়নে আমরা ব্যাপক কাজ করেছি। চা শ্রমিকদের সন্তানদের জন্য স্কুলের ব্যবস্থা করেছি, চিকিৎসার ব্যবস্থা করেছি। আমরা সারা দেশে কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি। মা বোনেরা এখন বাড়ির পাশে চিকিৎসা নিতে পারেন।
তিনি বলেন, জানুয়ারিতে সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেছিলাম। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। বিজয়ের মাসে আপনাদের সামনে এসেছি। আগামী নির্বাচনে আমরা যে প্রার্থী দিয়েছি, তাদের জন্য নৌকা প্রতীকে ভোট চাইতে আপনাদের সামনে হাজির হয়েছি।
শেখ হাসিনা বলেন, ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছিল। আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রীকে শাহ এএমএস কিবরিয়াকে হত্যা করা হলো। সারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছিল। বাংলাদেশকে দুর্নীতিবাজ দেশ হিসেবে, জঙ্গিবাদি দেশ হিসেবে, সন্ত্রাসী দেশ হিসেবে পরিচয় করিয়েছে। দেশের মানুষের মানইজ্জত সব শেষ করে দিয়েছে। তাদের অরাজকতার কারণে দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল। ২০১৪ সালে নির্বাচন ঠেকানোর নামে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল বিএনপি-জামায়াত। তারা মানুষ পুড়ানো, অস্ত্রবাজি, দুর্নীতি করা ছাড়া আর কিছু জানে না। এতিমের টাকা আত্মসাৎ করেছিল। খালেদা জিয়ার প্রিয় ব্যক্তিরাই তার বিরুদ্ধে মামলা করেছে। তার বিরুদ্ধে আমি বা আওয়ামী লীগ মামলা দেয়নি। সেই মামলা দশ বছর ধরে চলে শাস্তি দেয়া হয়েছে। একুশ আগস্ট গ্রেনেড হামলা করে আইভি রহমানসহ ২৪ নেতাকর্মীকে হত্যা করা হয়। আওয়ামী লীগের অনেক নেতা স্পিøন্টার নিয়ে জীবন কাটাতে হচ্ছে। দশ ট্রাক অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমান বিদেশে বসে কলকাঠি নাড়ছে।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, দারিদ্রের হার কমে। আমাদের প্রবৃদ্ধি ৭.৮৬ ভাগে উন্নীত করেছি। আমরা সকলের জন্য বিনা পয়সায় বই দিচ্ছি। দুই কোটি চার লাখ শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছি। মায়ের মোবাইল ফোনে উপবৃত্তির টাকা দিচ্ছি।
শেখ হাসিনা বলেন, আমরা ১৯৯৬ সালে মোবাইল ফোন বেসরকারি খাতে উন্মুক্ত করে দেই। সারা দেশে ইন্টারনেট চালু করেছি। স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করেছি। মোবাইল ফোন এখন সবার হাতে। মোবাইল ফোন হাতে নিয়ে সবাই এখন বিশ্বকে দেখতে পারে, আত্মীয়স্বজনকে দেখতে পারে। মোবাইল ফোনে আমরা টু জি থেকে থ্রিজি, থ্রিজি থেকে ফোরজিতে চলে এসেছি। আগামীতে আমরা ফাইভ জি চালু করবো।
দীর্ঘ বক্তব্যে শেখ হাসিনা আরো বলেন, আমরা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য ব্যবস্থা নিচ্ছি। হাওরবাসী যাতে শুধু মাছ চাষেই নয়, অন্যান্য ক্ষেত্রেও তাদের এগিয়ে নিতে বহুমুখী কর্মপরিকল্পনা আমরা গ্রহণ করেছি। হাওরা লে যাতে শিল্প গড়ে ওঠে, সে ব্যবস্থাগ্রহণ করছি। প্রতিটি মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশকে নিয়ে উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেছি।
প্রধানমন্ত্রী বলেন, সিলেট বিভাগের বিভিন্ন নদী ভাঙন ঠেকাতে, নদীর নাব্য ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছি। সিলেট বিভাগের সকল জেলায় সার্বিক উন্নয়নে আমরা পরিকল্পনা নিয়েছি। আবার ক্ষমতায় এলে তা বাস্তবায়ন হবে। দারিদ্র বলে কিছু থাকবে না। মানুষ সুন্দরভাবে জীবনযাপন করবে।
‘নৌকা হচ্ছে মানুষের বিপদের বন্ধু’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নূহ নবীর আমলে মহাপ্লাবন থেকে মানুষ জাতিকে রক্ষা করেছিল নৌকা। নৌকা বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছি। নৌকা দেশে বিদ্যুতের উৎপাদন বিশ হাজার মেগাওয়াটে উন্নীত করেছে। ২০২১ সালের মধ্যে প্রতিটি ঘরে ঘরে আমরা আলো জ্বালবো, কোনো ঘর অন্ধকার থাকবে না। এই নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়ন হচ্ছে। বাংলাদেশ একসময় নেতিবাচক পরিচিতি পেয়েছিল। এখন বাংলাদেশ মানে উন্নয়ন। বাংলাদেশ বিশ্বে মর্যাদা পেয়েছে।
তিনি আরো বলেন, পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ করেছিল। আমি চ্যালেঞ্জ করেছিলাম। আমি দুর্নীতি করতে আসিনি। আমি বাংলাদেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি, নিজের ভাগ্য গড়তে আসিনি। যে অভিযোগ ওঠেছিল, তা বানোয়াট ছিল প্রমাণ হয়ে গেছে। চ্যালেঞ্জ নিয়েছিলাম, নিজেদের টাকায় পদ্মাসেতু করবো। আল্লাহর রহমতে তা আমরা করছি।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট বাঙালি জাতির মানসম্মান ভুলুণ্ঠিত করেছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, হত্যা, দুর্নীতি এগুলো ছিল তাদের নীতি। নির্বাচনে তারা একেক আসনে চার-পাঁচজনকে নমিনেশন দিয়েছে। পরে অকশনে দিয়েছে। যে বেশি টাকা দিয়েছে, তাকে মনোনয়ন দিয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী আওয়ামী লীগে যোগদান করায় তাকে স্বাগত জানান শেখ হাসিনা। লন্ডনে থাকা সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে এনে বিচারের রায় কার্যকর করা হবে বলেও মন্তব্য করে তিনি।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিশ্বে যে সম্মান অর্জন করেছে, তা ধরে রাখতে হবে। যে সম্মান বিশ্বে পায়, তার জন্য নৌকায় ভোট দিতে হবে। আমি নৌকা প্রতীকে ভোট চাইতে এসেছি। শুধু নৌকা প্রতীক নয়, আমরা মহাজোটের সকল প্রার্থীর জন্য ভোট চাইতে এসেছি। বক্তব্যের শেষ পর্যায়ে শেখ হাসিনা বলেন, নৌকা প্রতীক বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে। ২০৪১ সালে বাংলাদেশ হবে সমৃদ্ধ দেশ। ২১০০ সালের মধ্যে ডেল্টা প্ল্যানের মাধ্যমে বাংলাদেশেকে বিশ্বের সবচেয়ে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা হবে। গণজোয়ার দেখে জামায়াত-বিএনপি দিশেহারা। তাদের মাঠে এখন ভোট নেই তাই এমন ঘৃণিত কাজ করছে তারা। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দুস্কৃতিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। জনসভায় সিলেট বিভাগের ১৯টি আসনে মহাজোটের সকল প্রার্থীকে পরিচয় করিয়ে দেন শেখ হাসিনা
এসময় হবিগঞ্জ-১ আসন থেকে সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া ধানের শীষ প্রতীকে নির্বাচন করার বিষয়টি লজ্জাজনক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এম এস কিবরিয়াকে হত্যা করেছে বিএনপি। বাপের হত্যাকারী দলের হয়ে ধানের শীষে কিবরিয়ার ছেলে প্রতিদ্ব›িদ্বতা করছেন। এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। এ সময় রেজা কিবরিয়ার প্রতিদ্ব›দ্বী প্রার্থী আওয়ামী লীগের গাজী মো. শাহনেওয়াজের পক্ষে নৌকা মার্কায় ভোট চান শেখ হাসিনা
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মাহবুব উল আলম হানিফ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সিলেট জেলার বিভিন্ন আসনের প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সিলেট-১ আসনের প্রার্থী ড. এ কে আবদুল মোমেন, ইমরান আহমদ, হাফিজ আহমদ মজুমদার, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, ইয়াহইয়া চৌধুরী এহিয়া প্রমূখ।



 

Show all comments
  • MIZANUR PATWARY ২৩ ডিসেম্বর, ২০১৮, ১:০২ এএম says : 0
    But win will come from police and BGB, not from your reputation. Now situation worse than 1971. Awami Leauge and police in same group.
    Total Reply(0) Reply
  • Guljar Ahmed ২৩ ডিসেম্বর, ২০১৮, ১:৪৬ এএম says : 0
    দেশে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড দৃশ্যমান নয়!২৪ তারিখ সেনাবাহিনী মোতায়েনের পরেও যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হয় তাহলে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে কারণ আওয়ামীলীগ বলেছে কেন্দ্র রক্ষা করবে আর বিএনপি বলেছে পাহারা দিবে আর তাতে সংঘাত অনিবার্য!সাধারণ জনগণ শান্তিপ্রিয় এরা চায়না সংঘাত, চায়না রক্তপাত তারা চায় শান্তিপূর্ণ ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে। এখন সেনাবাহিনী তাদের শেষ ভরসা।
    Total Reply(0) Reply
  • Khan Parbez ২৩ ডিসেম্বর, ২০১৮, ২:১০ এএম says : 0
    আইনের শাসন চাই ! মুক্তবাকের মুক্তি চাই , কোটা বৈষম্য শেষ চাই ! স্বাধীন মন, মত ও রাজনীতির মুক্তি চাই আওয়ামী একদলীয় স্বৈরচারীরর শেষ চাই !
    Total Reply(0) Reply
  • Zulfiqur Jesun Hayat ২৩ ডিসেম্বর, ২০১৮, ২:৩৩ এএম says : 0
    যে দলকেই ভোট দেন না কেন... আমরা আপনাদের সিদ্ধান্তকে সম্মান জানাই... শুধু একটি মাত্র অনুরোধ ৩০ তারিখ সকাল সকাল কেন্দ্রে আসুন, আপনার পছন্দের মানুষকে মার্কাকে ভোট দিন... এই দেশকে আমরাই পরিবর্তন করবো... আমরাই বাংলাদেশ।
    Total Reply(0) Reply
  • করিম ২৩ ডিসেম্বর, ২০১৮, ৩:০৮ এএম says : 0
    ভোট ছাডা বিজয আগের দিন শেষ মানুষ গুম খুন থেকে বাচতে চায
    Total Reply(0) Reply
  • নীরব ২৩ ডিসেম্বর, ২০১৮, ৩:৪৮ এএম says : 0
    বিজয় তো আসবে! তবে জনগণের ভোটের মাধ্যমে না।
    Total Reply(0) Reply
  • Mohammed Ful Mieha ২৩ ডিসেম্বর, ২০১৮, ৩:৫০ এএম says : 0
    জনগণের ভোটে না জনগণের ভোটাধিকার অধিকার কেড়ে নিয়ে জনগণের ভোটে মাধ্যমে যদি বিজয় হওয়া চিন্তা ভাবনা থাকে তাহলে জনগণের উপর জুলুম নির্যাতন কেন মামলা হামলা কেন জনগণের উপর জুলুম নির্যাতন করে জনগণের জনপ্রিয়তা আদায় করা যায় না সে যেই দলের নেতাকর্মী হোক আওয়ামী লীগের আমলে উন্নয়ন হয়েছে দূর্নীতি অনিয়ম খুন গুম আইনের শাসনের অবনতি হয়েছে ক্ষমতার দাপটে মানুষের উপর জুলুম নির্যাতন চলছে জনগণ সিদ্ধান্ত নিবে কাকে ভোট দিবেন ইনশাআল্লাহ জনগণের বিজয় হবে
    Total Reply(0) Reply
  • Mohammed Kowaj Ali khan ২৩ ডিসেম্বর, ২০১৮, ৫:০৩ এএম says : 0
    ইনশাআল্লাহ। ******-** নৌকা ডূবে যাবে জনগণের বীজয় আসবে হত্যা গুম নিপাত যাক বাংলাদেশ মুক্তিপাক ভারতীয় দালাল জাতীয় বেঈমান ধংস হোক। ইনশাআল্লাহ। ******** জাতীয়বেঈমানদের মূখ দেখতে ঘৃণা করে।
    Total Reply(0) Reply
  • রুবেল ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:২৬ পিএম says : 0
    আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুনঃ "আমিন"
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ