Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামান্য সুযোগও পাচ্ছি না

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তো দূরে থাকা সামান্য সুযোগও পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী। তিনি বলেন, নির্বাচনের নামে গাজীপুরে বিরোধীদল নিধন কর্মকান্ডের মহোৎসব চলছে। পুরো গাজীপুর-১ এলাকায় নৈরাজ্যময় পরিবেশ বিরাজ করছে। প্রতিটি হামলার ঘটনায় জেলা রিটার্নিং অফিসার, পুলিশ সুপারসহ ওসিসহ সংশ্লিষ্টদের অবহিত করার পরও কোন প্রতিকার মিলছে না। তারা কেবল তদন্ত করে দেখার কথা বলেই দায়িত্ব সারছেন। গতকাল (শনিবার) মতিঝিলের দিলকুশায় বলিয়াদী ম্যানশনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
তানভীর সিদ্দিকী বলেন, বর্তমানে সরকার দলীয়দের যে নৈরাজ্য চলছে, পুলিশ প্রশাসন যে রকম পক্ষপাতমূলক আচরণ করছে তাতে নির্বাচন করা সম্ভব না। ক্ষমতাসীন দলের লোকজন আমাদের উপর হামলা করছে কিন্তু পুলিশ আমাদের মামলা নিচ্ছে না। উল্টো আমাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তারপরও আমরা মাঠ ছাড়ছি না। কারণ জনগণ আমাদের পক্ষে আছে।
বিএনপির স্থায়ী কমিটির সাবেক এই সদস্য বলেন, আজ ২২ ডিসেম্বর। নির্বাচনের মাত্র এক সপ্তাহ বাকি। কিন্তু এখনও প্রচারণায় নামতে পারিনি। এখন সেনাবাহিনী মোতায়েন হলে শেষ কয়েকদিন প্রচারণা চালানোর আশা করছি। তবে এলাকার মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছেন। তারা সুযোগ পেলেই ধানের শীষে ভোট দেবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ