পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রামের মানুষ নয় মঈনউদ্দিন খান বাদলই রাজনৈতিকভাবে ফকিরনীর পুত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান। গতকাল শনিবার মোহরা ওয়ার্ডে গণসংযোগকালে তিনি একথা বলেন। এর আগে বুধবার নগরীর লালদীঘি ময়দানে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখার সময় জাসদ নেতা ও নৌকার প্রার্থী মঈনউদ্দিন খান বাদল ‘চট্টগ্রামের মানুষ আগে ছিল ফকিরনীর পুত, এখন হয়েছে রাজার পুত’ এমন বক্তব্য দেন।
আবু সুফিয়ান বলেন, মঈনুদ্দিন খান বাদল চট্টগ্রামের মানুষের শত বছরের ঐতিহ্যের উপর কালিমা লেপন করেছেন। চট্টগ্রামের মানুষকে দেশে ও বিদেশে হেয় প্রতিপন্ন করেছেন। বনেদি ব্যবসায়ী ও ধনাঢ্য শ্রেণি হিসাবে দেশে বিদেশে চট্টগ্রামের মানুষের যে সুখ্যাতি তা এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দিয়েছেন। তিনিই বর্তমানে আওয়ামী লীগের নৌকার উপর ভর করে ধনে-মানে এবং রাজনৈতিকভাবে ফকিরনীর পুত থেকে রাজার পুতে পরিণত হয়েছেন।
আবু সুফিয়ান তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করে এলাকার সাধারণ মানুষের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করে ৩০ ডিসেম্বর উন্নয়ন ও শান্তির প্রতীক ধানের শীষে ভোট দেয়ার অনুরোধ জানান। এ সময় বিএনপি নেতা নাজিম উদ্দিন আহমদ, আনোয়ার হোসেন লিপু, এড. সিরাজুল ইসলাম চৌধুরী, এম এ হামিদ, জানে আলম জিকু, দিদারুল আলম হিরামন প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।