Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সুবর্ণচরে বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত ৩০

মোটরসাইকেল ভাঙচুর

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

নোয়াখালীর সূবর্ণচরে বিএনপি ও আ.লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। চরজব্বর ইউনিয়নের ভূঁইয়ার হাটে গতকাল শনিবার দুপুরে নির্বাচনী প্রচারণাকালে এ সংঘষের্র ঘটনা ঘটে। এ সময় ২টি মোটরসাইকেল ভাঙচুরের খবর পাওয়া যায়। ঘটনায় একদল অন্য দলকে দোষারোপ করছে। হামলায় গুরুতর আহত বিএনপির ৩কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাল্টা হামলায় নৌকা মার্কার ৬কর্মী আহত ও ৪টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। পরে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি শান্ত হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ বিএনপি প্রার্থী মোহাম্মদ শাহজাহান অভিযোগ করে বলেন, ধানের শীষ মার্কার সমর্থনে এক মোটরসাইকেল বহর নিয়ে তিনি ভূঁইয়ারহাট অতিক্রমকালে স্থানীয় নৌকা মার্কার সমর্থকরা আচমকা হামলা চালায়। এতে বিএনপির ২৪ জন আহত হয়। এর মধ্যে কয়েক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় বিএনপি কর্মীদের ৩১টি ভাঙচুর ও ৪টি মোটরসাইকেল ছিনিয়ে নেয়। তিনি আরো বলেন, ধানের শীষ মার্কার শান্তিপূর্ণ কর্মসূচিতে নৌকা মার্কার সমর্থকরা প্রতিনিয়ত হামলা চালিয়ে আসছে। তিনি তাৎক্ষনিকভাবে প্রশাসনকে অবহিত করেন। এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সূবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রিন্সিপাল খায়রুল আনম সেলিম বলেন, ধানের শীষ মার্কার কর্মীরা নৌকা মার্কার নির্বাচনী অফিসে হামলা চালিয়ে কয়েকজন কর্মীকে আহত ও মোটরসাইকেল ভাঙচুর করেছে। তিনি হামলাকারীদের শাস্তির দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ