Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে উন্নয়ন করেছি ধরে রাখতে হবে: শেখ হাসিনা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ৫:২১ পিএম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশের ভাগ্য পরিবর্তন করতে এসেছি, নিজের ভাগ্য নয়। আজ শনিবার বিকেলে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।

শেখ হাসিনা আরও বলেন, আমরা যে উন্নয়ন করেছি এই উন্নয়ন ধরে রাখতে হবে। শনিবার দুপুরে শুরু হওয়া জনসভায় বেলা সোয়া ৩টার দিকে যোগ দেন তিনি। বিকেল ৪ টার দিকে বক্তব্য শুরু করেন।

স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ওই নির্বাচনী জনসভা উপলক্ষে সিলেট নগর ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকেও জমায়েত হয়েছেন নেতাকর্মীরা।

সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এরপর প্রধানমন্ত্রী প্রথমেই হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন। পরে হজরত শাহপরান (রহ.) ও হজরত গাজী বোরহান উদ্দিনের (রহ.) মাজারও জিয়ারত করেন তিনি।

মাজার জিয়ারত শেষে বেলা সোয়া ১টায় সিলেট সার্কিট হাউসে যান প্রধানমন্ত্রী। সেখানে বিশ্রাম ও মধ্যাহ্নভোজন শেষে আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ