Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

উন্নয়নের ছোঁয়া পৌঁছেছে সিলেট বিভাগে: সিলেটে শেখ হাসিনা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ৫:২০ পিএম

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের ছোঁয়া পৌঁছেছে সিলেট বিভাগে। সিলেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিয়েছি। শ্রীহট্ট একটি ঐতিহাসিক নাম। এই নামে অর্থনৈতিক অঞ্চল করেছি।

শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার সভায় এ কথা বলেন শেখ হাসিনাশেখ হাসিনা বলেন, সিলেট বিভাগের সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। হাওর-বাওর ও প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেল করে দিয়েছি যাতে মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে যায়। তিনি বলেন, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে দেশী-বিদেশী বিনিয়োগকারীদের উৎসাহিত করছে। এখানে অনেক লোকের কর্মসংস্থান হবে।
চা-শ্রমিকরা নৌকায় ভোট দেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমি এজন্য তাদের কৃতজ্ঞতা জানাই। তাদের উন্নয়নে স্কুল, কমিউনিটি, মসজিদ করে দিয়েছি। সিলেটের উন্নয়নে ইতিমধ্যে জানুয়ারিতে বিভিন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর করেছি। এছাড়াও সিলেটের চার জেলার উন্নয়নে অনেক পরিকল্পনা গ্রহণ করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ