পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সিলেট অফিস ঃ বাংলাদেশের মাদরাসা শিক্ষকদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন আয়োজিত আগামী ৩০ জানুয়ারির ঢাকার সমাবেশ সফলের লক্ষে সংগঠনের সিলেট জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা গত সোমবার সিলেট মহানগরীর সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জমিয়াতুল মোদার্রেছীনের সিলেট জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি বলেন, সময়ে সময়ে বাংলাদেশে মাদরাসা শিক্ষা নানা হুমকি ও সংকটের সম্মুখীন হয়েছে। কিন্তু আলেম সমাজের যুগোপযোগী আন্দোলন বিশেষত জমিয়াতুল মোদার্রেছীনের বলিষ্ট ভূমিকা ও নেতৃত্ব সেসব সংকট মোকাবিলায় সফল হয়েছে। বর্তমানেও মাদরাসা শিক্ষা নানাভাবে চক্রান্তের শিকার ও অবহেলিত হচ্ছে। নানা শর্তের বেড়াজালে মাদরাসা শিক্ষকদের নতুন পে-স্কেল থেকে বঞ্চিত রাখার ষড়যন্ত্র হচ্ছে। এর প্রতিবাদে এবং বিনা শর্তে মাদরাসা শিক্ষকদের অবিলম্বে নতুন ঘোষিত পে-স্কেল প্রদানসহ বিভিন্ন দাবিতে জমিয়াতুল মোদার্রেছীন ৩০ জানুয়ারি সমাবেশ আহ্বান করেছে। মাদরাসা শিক্ষার উন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ের লক্ষে এ সমাবেশ সফল করা জরুরি। তিনি সম্মেলন সফল করার জন্য দেশের সকল মাদরাসা শিক্ষক ও কর্মচারীর প্রতি আহ্বান জানান। সিলেট জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় বক্তব্য রাখেন চান্দাইরপাড়া সুন্নিয়া হাফিজিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর নোমান, সোবহানীঘাট হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবূ ছালেহ মুহাম্মদ কুতুবুল আলম, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দীন, লালাবাজার আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, আঙ্গারজুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান কামালী ও বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার প্রভাষক মাওলানা নজমুল হুদা খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।