পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ৩০ ডিসেম্বর ভোট গ্রহণকে সামনে রেখে প্রতিপক্ষের হামলা মামলায় আমরা এখন সঙ্কটাপন্ন অবস্থায় উপনীত হয়েছি। আমার উপর দুবার বড় ধরনেরসহ কয়েকবার হামলা চালানো হয়েছে। আমার নেতাকর্মী ও ভোট কর্মীদেরকে মারধর করা হয়েছে। আমার ও তাদের যানবাহন ভাঙচুর করা হয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রতিদিন আমাকে অনুসরণ করা হচ্ছে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখে দেখে হামলা চালাচ্ছে।
অব্যাহত হামলা, মামলা ও নির্যাতনের মুখে গতকাল শুক্রবার সকালে যৌথ সাংবাদিক সম্মেলন করেছেন নরসিংদী পাঁচ আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা। এই সম্মেলনে মঈন খান ওইসব কথা বলেন। তিনি বলেন, আমার চাচার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তবারক বিতরণ করা হচ্ছিল, পুলিশ সেই তবারক নিয়ে যাবার চেষ্টা করে। আমি আমার ও আমার কর্মীদের উপর বর্বর হামলার কথা নির্বচন কমিশনারসহ সংশ্লিষ্ট সকলকে জানিয়েছি। কিন্তু নির্বাচন কমিশনার আজ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
পাঁচজন প্রার্থীই তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের হামলা, পুলিশের মামলা ধর-পাকড় বাড়ি বাড়ি তল্লাশি এবং প্রচারণায় বাধা সৃষ্টি সম্পর্কে বিস্তারিত বক্তব্য প্রদান করেন। তাদের বক্তৃতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্যাতন হুমকি-ধমকি আবেগ এবং দৃঢ়তা সবই স্থান পায়।
মঈন খান বলেন, নির্বাচনী মাঠের পরিস্থিতি এমন অবস্থায় দাঁড়িয়েছে যে, যারা যারা বর্তমানে এমপি ও মন্ত্রী রয়েছেন তাদেরকে নির্বাচিত ঘোষণা করাই শুধু বাকি রয়েছে। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ যুগ প্রতিকূল অবস্থার সৃষ্টি করুক আমরা নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়াবো না।
বিএনপি প্রার্থী মঞ্জুর এলাহী বলেন, আমার নির্বাচনী এলাকায় আমি ও আমার ভোট কর্মী নেতাকর্মীরা কেউ প্রচারণা চালাতে পারছি না। আমি সার্বক্ষণিক নিরাপত্তাহীনতায় ভুগছি। নির্বাচনী গণসংযোগ চলাকালে আওয়ামী লীগের ভোট কর্মীরা আমার গাড়ির বহর ও কর্মীদের উপর হামলা চালিয়ে ১৭টি গাড়ি ও ১২টি মোটরসাইকেল ভাঙচুর করেছে। পুড়িয়ে দিয়েছে একটি মোটর সাইকেল।
সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। গণতন্ত্র ও স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। কিন্তু স্বাধীন দেশে নির্বাচনী মাঠে স্বাচ্ছন্দে প্রচারণা চালাতে পারছি না। মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে আমার ও আমার ভোট কর্মী নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে। আবার হামলাকারীরাই আমার ভোট কর্মীদের ওপর মিথ্যা মামলা দায়ের করেছে। আমার ও আমার সমর্থকদের মনে প্রশ্ন জেগেছে স্বাধীন করলাম কোন দেশ। এখন দেখছি কোন দেশ।
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, আমার নির্বাচনী এলাকায় প্রচারণা চালাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার ভোট কর্মীদের হামলা চালাচ্ছে। আমার ধানের ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলছে। বাড়ি বাড়ি গিয়ে মহিলা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিষেধ করছে। রায়পুরার চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়নে ধানের শীষের ৫০ হাজার ভোটার এলাকাছাড়া রয়েছে। আমি আমার ভোট কর্মীরা সার্বক্ষণিক নিরাপত্তাহীনতায় ভুগছি।
নরসিংদী সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি থাকায় তার পক্ষে বক্তব্য রাখেন তার স্ত্রী ও মহিলা দল নেত্রী শিরিন সুলতানা। তিনি বলেন, আমার স্বামীকে নির্বাচনের প্রচারণা থেকে দূরে রাখার জন্য ষড়যন্ত্রম‚লকভাবে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করেছে। স্বামীর পক্ষে প্রচারণা চালাতে এসে আমিও নিরাপত্তাহীন হয়ে পড়েছি। প্রতিপক্ষের লোকেরা আমার স্বামীর ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলে দিচ্ছে। নেতাকর্মী ও ভোটকর্মীরা মিথ্যা মামলার শিকার হয়ে পালিয়ে বেড়াচ্ছে। প্রায় প্রতি রাতেই পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে। নির্বাচন করা বা নির্বাচনে মাঠে থাকার কোনো পরিবেশ নেই। এরপরও ভোটের দিন পর্যন্ত আমরা নির্বাচনে থাকবো। যত হুমকি-ধমকি দেয়া হোক না কেন আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াবো না।
নরসিংদী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এই যৌথ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন নরসিংদী-২ এর বিএনপি প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ছাড়াও নরসিংদী-৩ এর বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মনজুর এলাহী, নরসিংদী-৪ এর বিএনপি মনোনীত প্রার্থী ও মনোহরদী থানা বিএনপির আহ্বায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী-৫ এর বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। নরসিংদী-১ এর বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির যুগ্ন-মহাসচিব খায়রুল কবির খোকন কারাবন্দি থাকায় তার পক্ষে বক্তৃতা করেন তার স্ত্রী ও মহিলা দল নেত্রী শিরিন সুলতানা।
গায়েবী মামলা থাকায় নরসিংদী জেলা ও থানা পর্যায়ের কোন নেতাকর্মী সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকতে পারেনি। তবে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আলহাজ্ব তোফাজ্জল হোসেন, অ্যাডভোকেট আব্দুল বাসেত অ্যাডভোকেট কানিজ ফাতেমা, অ্যাডভোকেট এম এ আউয়াল ও জাকারিয়া প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।