Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মওদুদ ২২ বছর জনগণকে কলা দেখিয়েছেন

কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদের

নোয়াখালী ব্যুরো ও কোম্পানীগঞ্জ উপজেলা সংবাদাদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম | আপডেট : ১২:১১ এএম, ২২ ডিসেম্বর, ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমার নেত্রী শেখ হাসিনা দেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। আগামী ৩০ ডিসেম্বর শেখ হাসিনা ক্ষমতায় না আসলে দেশ আবার অন্ধকারে চলে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে বাংলাদেশের প্রত্যেক গ্রামকে শহরে পরিণত ও প্রত্যেক পরিবারের একজন বেকার যুবককে চাকরি দেয়ার ঘোষণা দিয়েছেন।
মওদুদ আহমদকে ইঙ্গিত করে তিনি বলেন, ২২ বছর তিনি ক্ষমতায় ছিলেন। জনগণের জন্য কোন কাজ করেননি। জনগণকে কলা দেখিয়েছেন, মুলা ঝুলিয়েছেন, বাঙালীকে হাইকোর্ট দেখিয়েছেন। তিনি ওয়াদা দিয়ে কথা রাখেন না। গণসংযোগে রাস্তায় নামলে তার ডাকে জনগণ সাড়া দেয় না। মওদুদ আহমদের ক্ষমতার আমলে আমার বৃদ্ধ মা ও স্ত্রী ভোট কেন্দ্র গিয়ে ভোট দিতে পারেননি। তার সন্ত্রাসী বাহিনী তাদেরকে ভোট কেন্দ্র থেকে বের করে দিয়েছে। সোনাগাজী থেকে সন্ত্রাসী এনে ভোট নেয়ার ষড়যন্ত্র করলেও তা সফল হবে না। আমি গত ১২ বছর এ এলাকায় রাস্তাঘাট পাকা করেছি, স্কুল, কলেজের ভবন নির্মাণ করেছি, বিদ্যুৎ সংযোগ দিয়েছি। গত নির্বাচনে আপনাদেরকে ২টি প্রতিশ্রুতি দিয়েছিলাম একটি বিদ্যুৎ সংযোগ, অন্যটি রাস্তা পাকাকরণ। এ ২টি কাজ শতভাগ করে দিয়েছি। বর্তমানে ২টি প্রতিশ্রুতি দিচ্ছি প্রত্যেক ঘরে ১জন বেকার যুবককে চাকরি এবং প্রতি ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়া হবে। আমি যা বলি তা করি, ভুয়া মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনীতি করি না।
মন্ত্রী ওবায়দুল কাদের গতকাল শুক্রবার দুপুরে তার নির্বাচনী আসন নোয়াখালীর-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) কোম্পানীগঞ্জ উপজেলার কে.টি.এম হাট, দাসের হাট, চৌধুরীহাট বাজার, জনতা বাজার, মেহেরুননেছা, মৌলভী বাজার, কদমতলা বাজার, হাজারীহাট এলাকায় গণসংযোগকালে পথসভায় এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আ.লীগের সহ-সভাপতি মো. শাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক নাজমুল হক নাজিম, বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইস্কান্দার মির্জা শামীম, কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, স্বাধীনতা ব্যাকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নুরুল করিম জুয়েল প্রমুখ।



 

Show all comments
  • রহিম ২২ ডিসেম্বর, ২০১৮, ১১:০৫ এএম says : 0
    বিনা ভোটে ত্রমপি হযেছেন, মওদুদের মতো নিরবাচনে জিতে ত্রসে বড বড কথা বলেন।
    Total Reply(0) Reply
  • আলী ২২ ডিসেম্বর, ২০১৮, ১১:২৯ এএম says : 0
    আপনার সরকার বলেছে বিএনপি দুর্নিতীবাজ আপনার সরকারের আমলে ২২৫০২ কোটি টাকা দুর্নীতি হয়েছে। টাকা গুলা তো বিএনপি খায় নাই। আরেকজন কে দুর্নীতিবাজ বলার আগে নিজেদের চেহারা আয়নায দেখেন।
    Total Reply(0) Reply
  • নাম অপ্রকাশ্য ২২ ডিসেম্বর, ২০১৮, ৩:১১ পিএম says : 0
    আপনি,ত,সব সময় বাজে বকেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ