পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
‘কেবলমাত্র ব্যক্তি বা গদির পরিবর্তন নয় নীতি ও ব্যবস্থার পরিবর্তন চাই’ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল ২১ ডিসেম্বর নারায়ণগঞ্জ-৪, ঢাকা-৩, ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-১৭ ও ঢাকা-১৯ আসনের বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ, মজিবুর হাওলাদার, খালেকুজ্জামান লিপন, প্রকৌশলী শম্পা বসু, এসএম আহসান হাবিব বুলবুল ও সৌমিত্র কুমার দাস বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগে খালেকুজ্জামান বলেছেন, বামপন্থীরা জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে। ফলে গণআন্দোলনের শক্তিকে শক্তিশালী করতে আগামী ৩০ ডিসেম্বর মই মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
কেরানীগঞ্জের মানদাইল থেকে ঢাকা-৩ (কেরানিগঞ্জ) আসনে বাম গণতান্ত্রিক জোট প্রার্থী মজিবুর হাওলাদারের নির্বাচনী প্রচারণায় অংশ নেন বাসদের বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ। গণসংযোগকালে কমরেড ফিরোজ বলেন, সিইসির মুখের কথা আর মাঠের বাস্তবতা ভিন্ন। মানুষের মনে সংশয়, আদৌ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে কিনা? ঢাকা-৮ আসনের মতিঝিল এজিবি কলোনী, ব্যাংক কলোনীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। ঢাকা-৭ আসনে বাম গণতান্ত্রিক জোট প্রার্থী খালেকুজ্জামান লিপন এর ‘মই’ প্রতীকে নির্বাচনী প্রচারণার কার শুরু হয়। এরপর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। ঢাকা-১৭ আসনে এস. এম. আহসান হাবিব বুলবুল এর সমর্থনে ভাষানটেক এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের বাম গণতান্ত্রিক জোট প্রার্থী এস. এম. আহসান হাবিব বুলবুল এর ‘মই’ মার্কার সমর্থনে আশুলিয়ার বিভিন্ন শিল্পাঞ্চল এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের বাসদের সেলিমের মই মার্কার সমর্থনে পাগলা এলাকায় গণসংযোগে নেতৃত্বে দেন বাসদ সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামানের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।