পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জনগণের আশা-আকাঙ্ক্ষার যে গণতন্ত্র তাকে সেনাবাহিনী রক্ষা করবেন বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেনাবাহিনীসহ প্রশাসনের প্রতি আহ্বান রেখে মির্জা ফখরুল বলেন, সকলের প্রতি আমাদের একটি মাত্র আহ্বান বাংলাদেশ আমাদের সকলের দেশ, জনগণ দেশের মালিক। মুক্তিযুদ্ধে অনেক অনেক ত্যাগ-তিতীক্ষার মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছে। সেই গণতন্ত্রকে রক্ষা করবার জন্যে দেশ ও জনগণ আপনাদের যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আপনারা পালন করুন। শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা কোনো দল বা ব্যক্তির কর্মকর্তা বা কর্মচারী নন, আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী। আপনারা নিরপেক্ষভাবে নির্ভয়ে দায়িত্ব পালন করুন, এটাই জনগণ চায় আপনাদের কাছ থেকে। জনগণের যে আস্থা আছে সেনাবাহিনীর ওপরে, আমরা আশা করবো ন্যূনতম আস্থা বিচার বিভাগ ও প্রশাসনের ওপরে আছে সেই আস্থাটাকে আপনারা ধ্বংস করে দেবেন না। সেনাবাহিনীকে দেশের জনগণ শ্রদ্ধার সঙ্গে চোখে দেখেন। তারা মনে করেন দেশের যেকোনো সংকটময় মুহুর্তে দায়িত্ব পালন করেন আজকে যখন নির্বাচনে দায়িত্ব দেয়া হয়েছে তা নিরপেক্ষভাবে পালন করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।