বিএনপি চেয়ারপার্সন বেগম খাালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে এবং নির্বাচনকে ঘিরে সরকারি সন্ত্রাসের প্রতিবাদে
রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে
বিএনপি। শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুর সোয়া ১২ টায় নয়াপল্টনস্থ
বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট
রুহুল কবির রিজভী। মিছিলে
বিএনপি নেতা এ্যাডভোকেট আবেদ রাজাসহ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীরা
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে ও আগামী ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশব্যাপী পুলিশের সহযোগিতায় আওয়ামী সন্ত্রাসীদের সহিংসতার প্রতিবাদে সোচ্চার কন্ঠে মিছিলে মূহুর্মূহু শ্লোগান দেন। মিছিল শেষে
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট
রুহুল কবির রিজভী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
রিজভী তাঁর বক্তব্যে বলেন, আগামী নির্বাচনকে একতরফা করার জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। দেশনেত্রীর মুক্তির আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে। তিনি বলেন, এখন সরকার ধানের শীষের জোয়ার টের পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও নিজেদের সশস্ত্র ক্যাডারদের লেলিয়ে দিয়ে নির্বাচনী মাঠ ভোটারশুন্য করে যাচ্ছে। তবে বিগত দশ বছরের অপকর্ম আর অপকীর্তি জনগণ আর মেনে নিবে না। এই নির্বাচনেই জনগণের ভোটে বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর পতন হবে। তিনি সরকারের যেকোন উস্কানিতে সতর্ক থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। এরপর নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।