পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গতকাল বৃহস্পতিবার বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। তবে তা স্থগিত করা হয়েছিল। আজ বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন জোটের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এ সংবাদ সম্মেলন বিকাল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবারের সংবাদ সম্মেলন স্থগিত করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
সংবাদ সম্মেলনে ড. কামাল ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।
এদিকে ঢাকায় আগামী বৃহস্পতিবার গণসমাবেশ করতে চায় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। ওই দিন দুপুর ১২টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ আয়োজনের প্রস্তুতি চলছে। এর আগে ২৪ ডিসেম্বর রাজধানীতে গণর্যালি করারও সিদ্ধান্ত রয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের।
গণসমাবেশ ও গণর্যালি করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবর আবেদন করা হবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের নেতারা। তবে অনুমতির বিষয়টি এখনো নিশ্চিত নয়।
জানা গেছে, ড. কামাল হোসেন হঠাৎ করে অসুস্থ বোধ করায় বৃহস্পতিবারের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।