Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষ যুবসমাজ তৈরি করতে চায় আ.লীগ

পথসভায় আ হ ম মুস্তফা কামাল

সাদিক মামুন, কুমিল্লা থেকে : | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

কুমিল্লা-১০ (কুমিল্লা সদর দক্ষিণ-লালমাই ও নাঙ্গলকোট) আসনের আওয়ামী লীগের প্রার্থী পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে। আর তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি দক্ষ ও কর্মঠ যুবসমাজ তৈরি করতে। ২০২৩ সালের মধ্যে কর্মঠ প্রকল্প এবং প্রতি উপজেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে স্বল্প ও অদক্ষ তরুণদের দক্ষতা বৃদ্ধি করার পরিকল্পনা নিবে আওয়ামী লীগ। তরুণদের শ্রম, কৃষি, শিল্প ও বাণিজ্যের উপযোগী জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। গতকাল বৃহস্পতিবার কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোটের বাঙ্গড্ডা, মাহিনী, ঝাটিয়াপাড়া, ঢালুয়া এলাকায় নৌকার প্রতীকের নির্বাচনী পথসভায় আওয়ামী লীগের এ হেভিওয়েট প্রার্থী এসব কথা বলেন। নির্বাচনী এসব পথসভায় তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনের মধ্যদিয়ে আওয়ামী লীগ আবারও দেশ পরিচালনার সুযোগ পেলে আগামী পাঁচ বছরে জিডিপি অর্থাৎ প্রবৃদ্ধির হার দাঁডাবে দশ শতাংশে। ২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ।
তরুণ ও নতুন ভোটারদের উদ্দেশ্যে লোটাস কামাল বলেন, তরুণ উদ্যোক্তা তৈরি করার জন্য প্রণয়ন করা হবে একটি যুগোপযোগী তরুণ উদ্যোক্তা নীতি। তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতা ও আত্মকর্মসংস্থান বৃদ্ধি করতে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে বিনা জামানতে ও সহজ শর্তে জনপ্রতি দুই লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা ইতোমধ্যে প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে এই সুবিধা আরও বিস্তৃত করা হবে। তরুণ উদ্যোক্তাদের মধ্যে যারা সম্ভাবনার ছাপ রাখতে সক্ষম হবেন তাদের জন্য আর্থিক, প্রযুক্তি, উদ্ভাবনসহ অন্যান্য সরকারি সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করা হবে।
কুমিল্লা জেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-১০ আসনের নৌকার প্রার্থী আ হ ম মুস্তফা কামাল বলেন, নাগরিক ও রাজনৈতিক ক্ষমতায়নে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের যাত্রায় যুক্ত করা হবে তরুণদের। মধ্যম ও দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে আমলে নেয়া হবে তরুণদের বক্তব্য। জাতীয় যুবনীতির বাস্তবায়নের অগ্রগতিতে যুক্ত করা হবে সমাজের সকল স্তরের তরুণদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ