পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার পর গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) সেবাস্টিন রেমাকে প্রত্যাহার করে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. আব্দুল মতিনকে গাইবান্ধার নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার।
গতকাল বৃহস্পতিবার সেবাস্টিনকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্য করে আদেশ জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে। এর আগে সকালে ফরিদপুরের এডিসি সাইফুল হাসানকে প্রত্যাহার করা হয়। সরকারি কাজে সক্রিয় না থাকায় গাইবান্ধার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সেবাস্টিন রেমাকে প্রত্যাহারের নির্দেশ দিয়ে গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠায় নির্বাচন কমিশন।
একইসঙ্গে ফরিদপুরের এডিসি সাইফুল হাসানের বাবা বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী, তাই ইসি তাকেও প্রত্যাহারের নির্দেশ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। এর প্রেক্ষিতে গতকাল সকালে সাইফুল হাসানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ৩০ ডিসেম্বর দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনে রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।