Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংখ্যালঘুদের নির্যাতনে সরকারদলীয় প্রভাবশালীরা জড়িত

প্রকাশের সময় : ৭ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশে সংখ্যালঘুদের ওপর অকল্পনীয় নির্যাতন হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতারা। এসব নির্যাতনে সরকারদলীয় স্থানীয় নেতাকর্মীরা সরাসরি জড়িত বলেও তারা উল্লেখ করেন।
গতকাল শুত্রুবার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।
সংগঠনটির আহ্বায়ক গৌতম চক্রবর্তী অভিযোগ করে বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে যে সমস্ত অমানবিক নির্যাতন ও ধ্বংসযজ্ঞ হয়েছে তা অকল্পনীয়। সরকারে কাছে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, সম্পদ দখল, মন্দির-মূর্তি ভাঙচুর, অগ্নিসংযোগ, খুন-ধর্ষণের প্রতিবাদ জানালেও এখন পর্যন্ত কোনো ঘটনার বিচার হয়নি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ এবং জড়িতদের বিচার না করলে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা করে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণার দেওয়া হবে।
দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে গৌতম চক্রবর্তী বলেন, অধিকাংশ ক্ষেত্রে স্থানীয় সরকারি প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা এসব ঘটনা ঘটলেও সরকারের পক্ষ থেকে কোনো প্রতিকার হয়নি, বরং বিরোধী দলের উপর দোষ চাপিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে একে অপরের উপর দোষ চাপিয়েছে। ফলে প্রকৃত দোষী শাস্তি বা বিচারের আওতায় আসেনি।
গৌতম বলেন, গত কয়েক মাসের ঘটনায় দেখা যায় সরকারি দলের স্থানীয় প্রভাবশালীরা বহু ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। সরকার যেহেতু দেশ পরিচালনা করছে সেহেতু সকল দায়িত্ব সরকারকে বহন করতে হবে।
এ সময় সংগঠনের নেতাদের মধ্যে বাবু জয়ন্ত কুমার ম-ল, সুশীল বড়ুয়া, উত্তম কুমার সাহা, অর্থদেব ম-ল, সজীব রায়, অলুক বড়ুয়া, হীভন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংখ্যালঘুদের নির্যাতনে সরকারদলীয় প্রভাবশালীরা জড়িত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ