পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজশাহীর মোহনপুর গতকাল সন্ধ্যায় উপজেলা বাচ্চু রহমান নামে যুবদল সভাপতিকে তুলে নিয়ে গিয়ে দুই পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা। বাগমারা থানার অচিন ঘাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে মোহনপুর উপজেলার সইপাড়া গ্রামের লোকমান আলীর ছেলে।
জানা যায়, বাচ্চুকে কে বা কারা সইপাড়া সংলগ্ন রাজশাহী-নওগাঁ মহাসড়ক থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে বাগমারা থানার অচিন ঘাট নিয়ে গিয়ে তার দুই পায়ে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঘটনাটি মোহনপুর থানা পুলিশ জানে না বলে জানায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।