Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব র‌্যাংকিংয়ে পেছালো অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

প্রকাশের সময় : ৭ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বের সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবার ব্রিটেনের ১০টি বিশ্ববিদ্যালয় আছে। তবে বেশ কয়েকটি নামকরা বিশ্ববিদ্যালয় নিজেদের আগের অবস্থান থেকে পিছিয়েছে। এর মধ্যে বিশ্বখ্যাত অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের নামও রয়েছে। এ দুটি বিশ্ববিদ্যালয় বর্তমান র‌্যাংকিংয়ে যথাক্রমে চার ও পাঁচে রয়েছে। যদিও ২০১৫ সালের র‌্যাংকিংয়ে ২য় এবং তৃতীয় ছিল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা টাইমস হায়ার এডুকেশনের র‌্যাংকিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং এমআইটি। সেরা ১০০-এর মধ্যে এশিয়ার মোট ১৭টি প্রতিষ্ঠান আছে। গত বছর এই সংখ্যা ছিল ১০টি। এর মধ্যে চীন এবং জাপানের একাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ব র‌্যাংকিংয়ে পেছালো অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ